শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
ফুটবলের সেরা ৬

স্ট্রপার ব্যাক কায়সার হামিদ

স্ট্রপার ব্যাক কায়সার হামিদ

বাংলাদেশের ফুটবল ইতিহাসে তারকা ডিফেন্ডারের কমতি নেই। জাতীয় দলের প্রথম অধিনায়ক জাকারিয়া পিন্টু, ছোট নাজির, আবদুস সাদেক, মো. আশরাফ, সেলিম অনেকেই মাঠ কাঁপান। আশি দশকে কায়সার হামিদ মাঠে নামার পর রক্ষণভাগে নতুনত্বের ছোঁয়া লাগে। ঠান্ডা মাথায় কিভাবে প্রতিপক্ষদের সামাল দেওয়া যায় সেই কৌশল কায়সারের ভালো জানা ছিল। ১৯৮৫ সালে মোহামেডানে যোগ দেওয়ার পর দর্শকদের নজরে আসেন কায়সার। প্রায় এক যুগ আন্তর্জাতিক ও ঘরোয়া আসরে আস্থার সঙ্গে রক্ষণভাগে দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে চিমা ওকোরি আবাহনীতে খেলতে এসে বলে যান যে দলে কায়সার আছে তাদের গোলরক্ষকের প্রয়োজন পড়ে না। কায়সারকে বলা হতো বাংলাদেশের বেকেন বাওয়ার। তিনি শুধু খেলতেন না মাঠে দলকে ভালোভাবে পরিচালনা করতে পারেন। প্রয়োজনের সময় কায়সারের গোলে ড্র করা ম্যাচ জিতে যেত দল। হেডে দারুণ পারদর্শী ছিলেন।

কর্নার থেকে বাজপাখির মতো বল জালে পাঠাতেন কায়সার হামিদ।

সর্বশেষ খবর