শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
ফুটবলের সেরা ৬

মুন্নার নেতৃত্বেই প্রথম ট্রফি!

মুন্নার নেতৃত্বেই প্রথম ট্রফি!

১৯৮৪ সালে মুক্তিযোদ্ধার হয়ে প্রথম বিভাগ ফুটবল লিগে অভিষেক মোমেন মুন্নার। শুরুতেই নজর কাড়লেও মুন্নার তারকাখ্যাতিটা আসে ১৯৮৭ সালে আবাহনীতে খেলার পর। টানা চার বছরে তার নেতৃত্বে লিগ ছাড়াও আবাহনী বেশ কটি ট্রফি জিতেছে। মুন্নাই হচ্ছেন প্রথম ফুটবলার যার নেতৃত্বে জাতীয় দল দেশের বাইরে কোনো ট্রফি জিতে। ওর পজিশন মূলত রক্ষণভাগ হলেও ওপরে উঠে সতীর্থদের বল জোগানের জুড়ি ছিল না। ফ্রি কিক বা হেডে অনেক অসাধারণ গোল আসে। একটা ব্যাপার লক্ষণীয় ছিল যে মুন্না যোগ দেওয়ার পরই আবাহনীর খেলার কৌশল পাল্টে যায়। প্রয়োজনের সময় একজন ফুটবলার পজিশন বদলাতে পারে তার বড় উদাহরণ মুন্না। ভারতের বিখ্যাত ক্লাব ইস্টবেঙ্গলে মুন্না খেলেন ১৯৯০-৯১ মৌসুমে। সব ম্যাচ খেলা হয়নি তার। এতেই কলকাতা বাজিমাত করে ফেলেন। পজিশন বদলে মুন্নাকে খেলানো হয় মিডফিল্ডে। এতে করে ইস্টবেঙ্গলের চেহারা বদলে যায়। জার্মানির লুথার ম্যাথিউসকে বলা হতো লিবারো।

 বাংলাদেশের মুন্নারও খেলার ভিতরে এ রূপ ফুটে উঠে।

সর্বশেষ খবর