শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
ফুটবলের সেরা ৬

সুপারস্টার স্ট্রাইকার আসলাম

সুপারস্টার স্ট্রাইকার আসলাম

নামকরা স্ট্রাইকার। অথচ ফুটবলে তার ক্যারিয়ার শুরু হয়েছিল রক্ষণভাগে খেলে। শেখ মো. আসলাম ঘরোয়া ও আন্তর্জাতিক আসরে প্রায় ২০০ গোল করার কৃতিত্ব রয়েছে। এই আসলাম কিনা ১৯৭৭ সালে ভিক্টোরিয়াতে রক্ষণভাগে খেলেন। স্ট্রাইকার বললে কাজী সালাউদ্দিনের নাম চোখে ভাসবে। ক্রীড়াঙ্গনে প্রথম সুপারস্টার তিনিই। অথচ জাতীয় দলে ক্যারিয়ার ছিল সংক্ষিপ্ত। এক্ষেত্রে আসলামের নামটি আসবে। নব্বই দশক পর্যন্ত মাঠ মাতিয়েছেন। ফুটবল গোলের খেলা, আর এ কাজটিই আসলাম করতেন দক্ষতার সঙ্গে। একেবারে কমপ্লিট স্ট্রাইকার। দুরন্ত শর্ট ও হেড কোনোটাতেই পিছিয়ে ছিলেন না আসলাম। আবাহনীর হয়ে খেলার সময় এমনো ঘটনা ঘটেছে তার দুর্দান্ত হেডে জালও ছিঁড়ে গেছে। ঢাকা সর্বোচ্চ পাঁচবারের গোলদাতা। যে রেকর্ড কারোর নেই। কপিল যাওয়ার পর ভারত যেমন যোগ্য পেশার খুঁজে পাওয়া যায়নি। বাংলাদেশের ফুটবলেও অনেকটা তাই। আসলামের বিদায়ের পর জাতীয় দলের গোল সংকটটা যেন লেগেই আছে।

 

সর্বশেষ খবর