শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
ফুটবলের সেরা ৬

রাইট উইংয়ে দুর্বার সাব্বির

রাইট উইংয়ে দুর্বার সাব্বির

ফ্রান্সের বিশ্বকাপের তারকা টিগানোর কথা অনেকেরই মনে আছে। ¯িপ্রন্টারের মতো ছুটে প্রতিপক্ষের রক্ষণভাগ কাঁপিয়ে দিতেন। সাব্বিরকেও তুলনা করা হতো তার সঙ্গে। গোলাম সারোয়ার টিপু, প্রতাপ শংকর হাজরা, কিংবা আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু উইংয়ে দুর্দান্ত ছিলেন। ফুটবলে তাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু ১৯৯৭ সালে মোহামেডানে সাব্বির যোগ দেওয়ার পর বাংলাদেশে আক্রমণাত্মক ফুটবল চোখে পড়ে। বল পেলেই হয় রক্ষণভাগ ভেঙে চুরমার করে দিতেন সাব্বির। কোচ নাসের হেজাজি বলেছিলেন সাব্বির বিশ্বকাপে খেলার যোগ্যতা রাখে। দলকে আক্রমণে ব্যস্ত রাখতে সাব্বিরের জুড়ি নেই। ঘরোয়া বা আন্তর্জাতিক ফুটবলে সাব্বিরের তেমন গোল নেই। কিন্তু অধিকাংশ গোলই হতো হয় তার নিখুঁত পাস বা ক্রসে। সতীর্থরা শুধু টোকা মেরেই বল জালে পাঠাতেন। সাব্বিরের দুর্ভাগ্য বলতে হয়। বার বার ইনজুরির শিকারে তাকে মাঠে পাওয়া যায়নি। আরেকজন সাব্বির কবে আসবে তা বলাটা মুশকিল।

 

সর্বশেষ খবর