শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
ফুটবলের সেরা ৬

মাঝমাঠে ক্যারিশম্যাটিক মামুনুল

মাঝমাঠে ক্যারিশম্যাটিক মামুনুল

অনেকে আক্ষেপ করে বলেন, নব্বই দশকের পর বাংলাদেশে মানসম্পন্ন ফুটবলার সৃষ্টি হয়নি। কথাটি একেবারে অযৌক্তিক না হলেও নজর কাড়ার মতো ফুটবলারেরও আবির্ভাব ঘটেছে। এর মধ্যে জাহিদ হাসান এমিলি, জাহিদ হাসান ও মামুনুল ইসলামের নাম উল্লেখ না করলে নয়। আবার এদের মধ্যে বিশেষভাবে আলোচিত মামুনুল। তার পরিশ্রমী খেলা সোনালি দিনের কথা মনে করিয়ে দেয়। ঘরোয়া বা আন্তর্জাতিক টুর্নামেন্টে উজার হয়ে খেলেন। যে কোনো কোচের ফাস্ট চয়েস মামুনুল। বয়স হলেও এখনো জাতীয় দলে সুযোগ পাচ্ছেন। মিডফিল্ডার মানেই বোঝা হতো আক্রমণভাগের বল ঠেলে দেওয়া। মামুনুল এক্ষেত্রে শুধুই ব্যতিক্রম। নিজে যেমন আক্রমণের উৎস করতে পারেন, তেমনি নিজেও গোল করেন। প্রয়োজনে রক্ষণভাগে উঠে আসেন। মামুনুলকে বলা হয় বাংলাদেশের ফুটবলে নতুন তারকা ও মাঠে থাকা মানে সতীর্থদের অনুপ্রেরণা দেওয়া।

সর্বশেষ খবর