শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

নিউজিল্যান্ডে যুবাদের জয়

ক্রীড়া প্রতিবেদক

আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ। সেই আসরকে সামনে রেখে দলগুলো প্রস্তুতি নেওয়া শুরু করেছে ইতিমধ্যে। প্রস্তুতি হিসেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এখন নিউজিল্যান্ডে। সেখানে খেলছে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ। গতকাল স্বাগতিক যুব দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হেসে খেলে জিতেছে ৬ উইকেটে। প্রথমটিও জিতেছিল একই ব্যবধানে। সহজ জয়ের এমন ম্যাচে মাত্র ১ রানের আক্ষেপে পুড়েছেন মাহামুদুল হাসান। নার্ভাস নাইনটিজের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন ৯৯ রানে। তবে হতাশায় পোড়া আরেক ক্রিকেটার হচ্ছেন নিউজিল্যান্ডের টমাস জোহরাব। সেঞ্চুরি করেছেন কিউই তরুণ। খেলেছেন ১১২ রানের নান্দনিক এক ইনিংস। কিন্তু লাভ হয়নি দলের। হার এড়াতে পারেননি।      

বৃষ্টিতে আগের দিন খেলা হয়নি। গতকাল রিজার্ভ ডেতে খেলা গড়ায়। তাতে প্রথমে ব্যাট করে স্বাগতিকরা সংগ্রহ করে ৫০ ওভারে ৬ উইকেটে ২৪২ রান। সর্বোচ্চ ১১২ রানের ইনিংস খেলেন জোহরাব ১৪২ বলে ৮ চারে। আরেক ওপেনার হোয়াইট করেন ৩০ রান।

এছাড়া ২৯ রানে অপরাজিত ছিলেন সানডে। টাইগার যুবাদের পক্ষে ২ উইকেট নেন মৃত্যুঞ্জয়। ২৪৩ রানের টার্গেটে খেলতে নেমে যুবারা জয় নিয়ে মাঠ ছাড়ে ২১ বল আগে। ওপেনার তানজিদ ও মাহামুদুলের ব্যাটিং দৃঢ়তায় সহজ জয় পায় টাইগার যুবারা। তানজিদ ৬৫ রানের প্রত্যয়ী ইনিংস খেলেন ৬৩ বলে ৫ চার ও ২ ছক্কায়। দুর্ভাগ্যজনকভাবে মাহামুদুল সাজঘরে ফিরেন ব্যক্তিগত ৯৯ রানে। ১২৫ বলে খেলা ইনিংসটিতে ছিল ১০টি চার। রবিবার আরেকটি ওয়ানডে হবে একই ভেন্যুতে।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল

৫০ ওভারে ২৪২/৬ (হোয়াইট ৩০, জোহরাব ১১২, আনসেল ২০, ক্লার্ক ১৩, ম্যাকেঞ্জি ১৫, ভিশভাকা ১০, সানডে ২৯*। তানজিম ১/৪৪, শরিফুল ১/৬০, শামিম ১/৩৫, মৃত্যুঞ্জয় ২/৪১, রকিবুল ১/৪০)।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

২৪৩/৪, ৪৬.৩ ওভার (তানজিদ ৬৫, পারভেজ ৬, মাহমুদুল ৯৯, হৃদয় ৪০, শামিম ১৫*, শাহাদাত ৪*। ম্যাকেঞ্জি ২/৩৯, হ্যানকক ১/৪১, অশোক ১/৫২)।

ফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৬ উইকেটে জয়ী

 

 

সর্বশেষ খবর