শনিবার, ৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

দ্বিতীয় রাউন্ড শেষে ছয়ে সিদ্দিকুর

ক্রীড়া প্রতিবেদক

তাইওয়ানে এশিয়া ট্যুরের আসর ‘মারকিউরিস তাইওয়ান মাস্টার্সে’ দ্বিতীয় রাউন্ড শেষে যৌথভাবে ষষ্ঠ স্থানে রয়েছেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। গতকাল পারের চেয়ে তিনি ২ শট কম খেলেছেন। প্রথম রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলেছিলেন। দুই রাউন্ড মিলে মোট ৩ শট কম খেলেছেন। লিডারবোর্ডের শীর্ষে রয়েছেন ভারতের তারকা গলফার অজিতেশ সান্ধু। পারের চেয়ে তিনি ৭ শট কম খেলেছেন। দ্বিতীয় স্থানে থাকা মিগুয়েল কারব্যালো খেলেছেন ৬ আন্ডার পার। ৫ আন্ডার পার খেলে তৃতীয় স্থানে মিগুয়েল ট্যাবুয়েনা। দ্বিতীয় রাউন্ড শেষে যারা পারের চেয়ে দুই শট বেশি খেলেছেন তারাও ‘কাট’ পেয়েছেন। আর কাট পাওয়ার গলফাররাই তৃতীয় ও চতুর্থ রাউন্ডে খেলবেন।

শীর্ষে থাকা সান্ধু বলেছেন, ‘শীর্ষে থাকতে পেরে ভালো লাগছে। তবে শিরোপা জয় সহজ নয়। আরও দুই রাউন্ডে ভালো করতে হবে।’ শিরোপা জয়ের সুযোগ রয়েছে সিদ্দিকুর রহমানের সামনেও। গলফে শেষ দুই রাউন্ডে ম্যাজিক্যাল অনেক কিছুই ঘটতে পারে।

সর্বশেষ খবর