রবিবার, ৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

মুজিববর্ষে ৮৯ টুর্নামেন্টের পরিকল্পনা

ক্রীড়া প্রতিবেদক

২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। মুজিববর্ষ উপলক্ষে ক্রীড়াঙ্গনে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। বিভিন্ন খেলার ৮৯টি টুর্নামেন্ট মাঠে নামানোর পরিকল্পনা আছে। এর মধ্যে ৫০টি জাতীয় ও ৩৯টি আন্তর্জাতিক টুর্নামেন্ট রয়েছে। এ জন্য ৩০৬ কোটি ২৩ লাখ টাকা বরাদ্দ চেয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়া সচিবধেক আহ্বায়ক করে গঠিত হয়েছে উপ-কমিটি। এ কমিটির পক্ষ থেকে প্রস্তাবিত বাজেট অনুমোদনের সুপারিশ করা হয়েছে। মুজিববর্ষ পালন উপলক্ষে গঠিত কমিটির কাছে এ সুপারিশ পাঠানো হয়েছে। ৩৬৫ দিনের একটি ক্রীড়া ক্যালেন্ডার তৈরি করেছে ক্রীড়া মন্ত্রণালয়। সেখানে আন্তর্জাতিক গলফ, দেশীয় নৌকাবাইচ, লোকজ খেলা আয়োজনের শিডিউল রয়েছে। থাকছে ফুটবল, ক্রিকেট ও হকিরও আয়োজন।

সর্বশেষ খবর