সোমবার, ৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

তারায় ভরা বসুন্ধরা কিংস

ফুটবলে দলবদল

ক্রীড়া প্রতিবেদক

তারায় ভরা বসুন্ধরা কিংস

বাংলাদেশের ফুটবলে এরই মধ্যে ইতিহাস গড়েছে বসুন্ধরা কিংস। অভিষেকেই জয় করেছে লিগ শিরোপা। কেবল তাই নয়, বাংলাদেশের ফুটবলকে এক অনন্য উচ্চতায় তুলে আনতে একের পর এক উদ্যোগও গ্রহণ করছে ক্লাবটি। এবার আরও একটি ইতিহাস গড়তে চায় তারা। লিগ চ্যাম্পিয়ন হিসেবে এএফসি কাপে খেলবে বসুন্ধরা কিংস। এবার এএফসি কাপেও ইতিহাস গড়ার লক্ষ্য নির্ধারণ করেছে ক্লাবটি। দলবদল শুরু হতেই একের পর এক দেশসেরা ফুটবলারদের দলে নিয়ে এরই মধ্যে জানান দিয়েছে, লক্ষ্য অর্জনে তারা কতোটা দৃঢ় প্রতিজ্ঞ। জাতীয় দলের ডিফেন্ডার ইয়াসিন খানের পর এবার বসুন্ধরা কিংসে যোগ দিলেন তপু বর্মন, রবিউল হাসান ও আতিকুর রহমান ফাহাদ। গতকাল বসুন্ধরা কিংসের ক্লাব ভবনে তারা চুক্তিতে স্বাক্ষর করেন।

বসুন্ধরা কিংসে যোগ দিয়ে দারুণ আনন্দিত রবিউল হাসান। বর্তমান জাতীয় দলের অন্যতম এ তরুণ তারকা বলেন, ‘বসুন্ধরা কিংস পরিপূর্ণ পেশাদার একটি ক্লাব। পেশাদার ফুটবলাররা এ ধরনের ক্লাবেই খেলতে চায়। এখানে সব ধরনের সুযোগ সুবিধাই আছে একজন ফুটবলারের জন্য। আমি এই ক্লাবে আসতে পেরে দারুণ আনন্দিত।’ গত মৌসুমে আরামবাগে খেলেছেন রবিউল। জাতীয় দলে একের পর এক গোল করে চমকে দিয়েছেন সবাইকে। বসুন্ধরা কিংসে নিজের লক্ষ্যের ব্যাপারে রবিউল বলেন, ‘এএফসি কাপে নতুন ইতিহাস গড়তে চাই বসুন্ধরা কিংসের জার্সিতে। পাশাপাশি মৌসুমের সব ট্রফি জিততে চাই।’ একই লক্ষ্যের কথা জানালেন জাতীয় দলের অন্যতম সেরা ডিফেন্ডার তপু বর্মনও। তিনি বলেন, ‘আমার সেরাটা দিয়ে চেষ্টা করব যেন বসুন্ধরা কিংসের জার্সিতে মৌসুমের সব ট্রফি জিততে পারি।’ গত মৌসুমে আবাহনীতে খেলা আতিকুর রহমান ফাহাদও একই কথা বলেন। রবিউল গত মৌসুমে আরামবাগে খেলেছেন। আর আবাহনীতে খেললেও তপু বর্মণ গত মৌসুমে মাঠে ছিলেন কমই। ইনজুরিতে ছিলেন তিনি। অবশ্য নতুন মৌসুম শুরুর আগে পূর্ণ ফিট তিনি।

নতুন ফুটবলারদের পেয়ে দারুণ আনন্দিত বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। তিনি বলেন, ‘বসুন্ধরা কিংস দারুণ একটি ক্লাব। নতুন ফুটবলারদের পেয়ে আমি খুবই আশাবাদী। ওদেরকে নিয়ে আমরা লক্ষ্য পূরণ করতে পারব বলে আশা করি।’ ক্লাবের সভাপতি ইমরুল হাসান এবং সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজও নতুন ফুটবলারদের পেয়ে দারুণ আনন্দিত। ইমরুল হাসান বলেন, ‘আমরা ফুটবলে সাফল্যের আকাশ ছুঁতে চাই। বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। যারা আমাদের ফুটবল দেখে নাক ছিঁটকায় তাদের ধারণা বদলাতে চাই। এ লক্ষ্য পূরণেই ছুটে চলেছে বসুন্ধরা কিংস।’ মিনহাজুল ইসলাম মিনহাজ বলেন, ‘আমাদের ক্লাবে যোগ দেওয়া ফুটবলাররা লক্ষ্যটা বুঝতে পেরেছে এটা দারুণ ব্যাপার। আশা করি সবাই মিলেই বসুন্ধরা কিংসকে এগিয়ে নিতে পারব।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর