সোমবার, ৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

টেস্ট জার্সিতে নাম ও নম্বর

টেস্ট জার্সিতে নাম ও নম্বর

ওয়ানডে ও টি-২০ ক্রিকেট খেলা হয় রঙিন পোশাকে। খেলাগুলোকে আরও আকর্ষণীয় করতে জার্সির পেছনে ফুটবলারদের মতো নম্বর লেখা থাকে। যাতে ক্রিকেটারদের চেনা যায় আলাদাভাবে। ১৪২ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে অবশ্য এমনটি দেখা যায়নি। সাদা পোশাকের পেছনে কখনোই লেখা হয়নি নম্বর। কিন্তু ক্রিকেটের শাসক সংস্থা আইসিসি নড়েচড়ে বসে জার্সির পেছনে লেখা শুরু করছে নম্বর। দর্শকপ্রিয়তা হারাতে বসা টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় করতে প্রথমবারের মতো জার্সির পেছনে লেখা হয়েছে নম্বর। সেটা শুরু হয়েছে ২০১৯ সালে ক্রিকেটের সবচেয়ে পুরনো ও অভিজাত সিরিজ অ্যাসেজ থেকে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজেই নম্বর লেখা হয়।

সর্বশেষ খবর