সোমবার, ৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

শিরোপা উদ্ধারের লক্ষ্য মেয়েদের

ক্রীড়া প্রতিবেদক

লক্ষ্য আমাদের একটাই শিরোপা। বেশ দৃঢ় কণ্ঠে বললেন নারী ফুটবলের কোচ গোলাম রব্বানী ছোটন। মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা পেতে আশাবাদী কোচ। আগামী বুধবার থেকেই ভুটানের চাংলিমিথং স্টেডিয়ামে এ আসরের পর্দা উঠছে। কোনো গ্রুপিং নেই। বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল সরাসরি রাউন্ড রবিন লিগে খেলবে। শীর্ষে থাকা দুই দল ১৫ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে। উদ্বোধনী ম্যাচ দিয়েই স্বাগতিক ভুটানের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

২০১৭ সালে ঢাকায় প্রথম আসরেই ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। পরের বছর ভারতের কাছে হেরে রানার্সআপ। আজই ভুটান যাবে মেয়েরা। গতকাল সংবাদ সম্মেলনে কোচ রব্বানী তার লক্ষ্যের কথা তুলে ধরেন সাংবাদিকদের কাছে। ১৪ জন নতুন ও পুরনো ৯ জন খেলোয়াড়কে নিয়ে দল গড়া হয়। অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র জানালেন, নিজেদের সেরাটা দিয়ে শিরোপা জিততে চাই। তিনি বলেন, প্রস্তুতি আমাদের ভাল হয়েছে। ভুটানের বিপক্ষে শুরুতে জিততে চাই। এরপর ম্যাচ টু ম্যাচ পরিকল্পনা করে এগুব। 

সর্বশেষ খবর