সোমবার, ৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

জাপানে চ্যাম্পিয়ন জকোভিচ

ক্রীড়া ডেস্ক

জাপানে চ্যাম্পিয়ন জকোভিচ

কাঁধের ইনজুরির জন্য বছরের শেষ গ্রান্ডস্ল্যাম ইউএস ওপেন খেলেননি। বিশ্বের এক নম্বর পুরুষ খেলোয়াড় সার্বিয়ার নোভাক জকোভিচ শিরোপা জিতেছেন জাপান ওপেনের। সার্বিয়ান টেনিস খেলোয়াড় ৬-৩ ও ৬-২ গেমে হারিয়েছেন অষ্ট্রেলিয়ার জন মিলম্যানকে। জকোভিচ এই প্রথম খেললেন জাপানে এবং শিরোপা জিততে একটি সেটও হারেননি। ১৬টি গ্রান্ডস্ল্যামজয়ী জকোভিচ বলেন, ‘আমি একটি সেটও হারিনি। টুর্নামেন্টে খুব ভালো খেলেছি। কোর্টে আমার সবগুলো বিষয় ছিল ইতিবাচক।’ ২০২০ সালে টোকিও অলিম্পিকে খেলার আগে নিজেকে প্রস্তুত করে নিলেন জকোভিচ। এবার তিনি সাংহাই ওপেন খেলতে চীন যাবেন। ওই টুর্নামেন্টের শীর্ষ বাছাই জকোভিচ।     

সর্বশেষ খবর