সোমবার, ৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বৃষ্টিই আশা বৃষ্টিতেই শঙ্কা!

ক্রীড়া প্রতিবেদক

১০ অক্টোবর ঢাকায় বিশ্বকাপ বাছাইপর্বে কাতারের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ঘরের মাঠ হলেও শক্তির বিচারে জামাল ভূঁইয়াদের হারের সম্ভাবনা বেশি। আগের ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে বাছাইপর্বের মিশন শুরু করে। সেই আফগানিস্তানই কিনা ৬-০ গোলে উড়ে যায় কাতারের কাছে। ভুটানকে টানা দুই ম্যাচ হারানোর আত্মবিশ্বাস নিয়েই বাংলাদেশ মাঠে নামবে। কিন্তু এতে কাজ হবে কি? আসলে কাতারের সঙ্গে জয় নয় ড্র করাটাই মুশকিল। জামালরা মূলত চেয়ে থাকবে বৃষ্টির দিকে। ভেজা মাঠে কাতার আবার খেলতে অভ্যস্ত নয়। এ অবস্থায় বাংলাদেশ বাড়তি সুবিধা পেতে পারে। বৃষ্টি নিয়ে আবার শঙ্কাও কম নয়। সেদিন যদি বৃষ্টিতে খেলার মাঠ অনুপযুক্ত হয়। তখন ম্যাচ কমিশনার ম্যাচ বাতিল করতে পারে। এতে করে আবার বিপাকে পড়তে পারে বাফুফে। আন্তর্জাতিক ম্যাচে মাঠ খেলার উপযুক্ত না হলেও এএফসি বা ফিফার বঙ্গবন্ধু স্টেডিয়ামের ভেন্যু বাতিল ঘোষণার শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

সর্বশেষ খবর