মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

অবশেষে মেসির গোল

ক্রীড়া ডেস্ক

অবশেষে মেসির গোল

অবশেষে লা লিগায় গোল পেলেন লিওনেল মেসি। লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা চলতি মৌসুমে ইনজুরির কারণে বেশ কয়েকটা ম্যাচে খেলতেই পারেননি। যেগুলোতে খেলেছেন সেখানে গোলের দেখা পাননি। ইনজুরিমুক্ত হয়ে রবিবার তিনি বার্সেলোনার প্রথম একাদশে থেকেই মাঠে নামেন। সেভিয়ার বিপক্ষে কঠিন সেই ম্যাচটা কাতালানদের জন্য এতে একেবারে পানির মতো সহজ হয়ে যায়। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, ওসমান ডেম্বলে আর আরতুরো ভিডালের গোলে ৪-০ ব্যবধানের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। অবশ্য ম্যাচের শেষদিকে রোনাল্ড অ্যারাউহো এবং ওসমান ডেম্বলের লাল কার্ড উৎসবমুখর ম্যাচটাকে বিতর্কিত করে তোলে। এ জয়ে বার্সেলোনা লা লিগায় ৮ ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করে দুই নম্বরে অবস্থান করছে। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ এখনো অপরাজিত। অবশ্য তিনটা ম্যাচে ড্র করেছে তারা। অন্যদিকে বার্সেলোনা দুটি ম্যাচে পরাজয়ের পাশাপাশি একটাতে ড্রও করেছে। এদিকে রবিবার অ্যাটলেটিকো মাদ্রিদ ভ্যায়াদলিদের সঙ্গে গোল শূন্য ড্র করেছে। তারা ১৫ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। লিওনেল মেসি রবিবার ফ্রি কিক থেকে দারুণ একটি গোল করেন। সবমিলিয়ে ফ্রি কিক থেকে ৪৯টি গোল করলেন মেসি। বার্সেলোনার জার্সিতে ফ্রি কিকে গোল করেছেন ৪৩টি। আর্জেন্টিনার জার্সিতে করেছেন ৬টি। অন্যরকম একটা সেঞ্চুরিও করেছেন মেসি। ডি বক্সের বাইরে থেকে বার্সেলোনার জার্সিতে ১০০ গোল করলেন তিনি। ক্রিস্টিয়ানো রোনালদো ফ্রি কিকে ৫৪টি গোল করে মেসির চেয়ে কিছুটা এগিয়ে আছেন। তবে এই ব্যবধান শিগগিরই ঘুচে যেতে পারে! রোনালদো ম্যানইউর জার্সিতে ১৩টি, রিয়ালের জার্সিতে ৩২টি এবং পর্তুগালের জার্সিতে ৯টি ফ্রি কিক গোল করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর