মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

জামালদের ভিডিও ফুটেজ ভারতীয় কোচের হাতে!

ক্রীড়া প্রতিবেদক

জামালদের ভিডিও ফুটেজ ভারতীয় কোচের হাতে!

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ একাধিকবার লড়লেও ভারতের মূল জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে খেলতে পারেনি। কেননা ভারত মূলত এখানে অপেক্ষাকৃত তরুণদের প্রাধান্য দিয়েছে। এতদিন পর মূল জাতীয় দলের বিপক্ষে জামাল ভূঁইয়ারা কি করবে সেটাই এখন বড় প্রশ্ন। ভারত অবশ্য বাংলাদেশকে যোগ্য প্রতিপক্ষ ধরেই প্রস্তুতি নিচ্ছে। দুই ম্যাচে তারা পাঁচ পয়েন্ট নষ্ট করে ফেলেছে। লড়াইয়ে টিকে থাকতে ভারতের জয়টা খুবই জরুরি। দলের ক্রোয়েশিয়ার কোচ ইগরস্টিম্যাচ শিষ্যদের কৌশল এঁকে দিচ্ছেন। সবচেয়ে বড় কথা বাংলাদেশের ম্যাচের ভিডিও ফুটেজ দেখে ইগর তার শিষ্যদের কৌশল শেখাচ্ছেন। জেমি ডের  পক্ষে কি তা সম্ভব। হয়তো তার কাছেও ভারতের ভিডিও ফুটেজ আছে। কিন্তু বাংলাদেশের কোন খেলোয়াড়ের পারফরম্যান্স কেমন তাও নাকি ক্রোয়েশিয়ান কোচের জানা। বাংলাদেশের জেমি ডে অবশ্যই ভালোমানের কোচ। কিন্তু ইগর আবার ২০১২-১৩ মৌসুমে ক্রোয়েশিয়ার জাতীয় দলের কোচ ছিলেন। বিশ্বকাপ জয়ী রানার্সআপ অধিনায়ক লুকামডরিচ ছিলেন তার শিষ্য।

সুতরাং তার চিন্তা ও জেমির চিন্তা এক হবে না।

সর্বশেষ খবর