মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বোলিংয়ের পর ব্যাটিংয়েও ব্যর্থ সাকিব

ক্রীড়া প্রতিবেদক

বোলিংয়ের পর ব্যাটিংয়েও ব্যর্থ সাকিব

প্রথম দুই ম্যাচে ছিলেন উজ্জ্বল। ব্যাটিংয়ের পাশাপাশি আলো ছড়িয়েছেন বোলিংয়েও। সাকিব আল হাসানের অলরাউন্ডিং পারফরম্যান্সে বার্বাডোজ ট্রাইডেন্টস সিপিএলের প্লে-অফে খেলছে। কিন্তু গতকাল প্লে-অফে পুরোপুরি ব্যর্থ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তার ব্যর্থতার দিনে বার্বাডোজকে ৩০ রানে হারিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে উঠেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। প্রথম কোয়ালিফাইয়ার্সে ব্রেন্ডন কিংয়ের বিধ্বংসী সেঞ্চুরিতে ২০ ওভারে ৩ উইকেটে ২১৮ রান করে গায়ানা। কিং ১৩২ রানের হার না মানা ইনিংস খেলেন মাত্র ৭২ বলে ১০ চার ও ১১ ছক্কায়। তার ঝড়ো ব্যাটিংয়ে তালগোল হারিয়ে ফেলেন সাকিব। যদিও প্রথম ২ ওভারে ১৪ রান দেন। এরপর তৃতীয় ওভারে দেন মাত্র ৪ রান। তখন মনে হচ্ছিল ৩ ওভারে ১৮ রান দেওয়া সাকিব চতুর্থ ওভারেও ভালো করবেন। কিন্তু পাকিস্তানের শোয়েব মালিক ও ক্যারিবীয় ব্যাটসম্যান ব্রেন্ডন কিং ৪ ছক্কা ও এক চারে তুলে নেন ২৯ রান। সব মিলিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার ৪ ওভারে রান দেন ৪৭। ২১৯ রানের টার্গেটে খেলতে নেমে বার্বাডোজের ইনিংস থেমে যায় ১৮৮ রানে। বোলিংয়ের পর ব্যাট হাতেও ছিলেন ব্যর্থ। শোয়েব মালিকের বলে ক্যাচ দেওয়ার আগে ৯ বলে ৫ রান করেন। দলটির পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন জোনাথন কার্টার। হারলেও ফাইনাল খেলার সুযোগ রয়েছে বার্বাডোজের। দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে।

সর্বশেষ খবর