মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বর্ণবাদের শিকার হামজা

ক্রীড়া ডেস্ক

লিস্টার সিটির অন্যতম সেরা মিডফিল্ডার হামজা চৌধুরী। তিনি বাংলাদেশি মা ও গ্রানাডার বাবার সন্তান। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ম্যাচে তার দল লিস্টার সিটি হেরেছে ১-২ গোলে। অ্যানফিল্ডের ওই ম্যাচে বদলি খেলতে নেমে লিভারপুলের মিসরীয় স্ট্রাইকার আহমেদ সালাহকে রাফ ট্যাকল করেন। এরপরই ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। অ্যানফিল্ডের উপস্থিত দর্শকরা ধুঁয়ো দেন হামজাকে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বর্ণবাদের শিকার হয়েছেন হামজা। বিষয়টি এতটাই মারাত্মক আকার ধারণ করেছে যে, আইনি পথে হাঁটছে লিস্টার সিটি। তাকে উদ্দেশ্য করে ফেসবুক ও টুইটারে লেখা হয়েছে, ‘বানর, গুহায় ফিরে যাও’। এক লিভারপুল সমর্থক লিখেছেন, ‘প্রিমিয়ার লিগে আমার দেখা নোংরা খেলোয়াড় হামজা চৌধুরী।

আশা করি সে বাংলাদেশে ফেরত যাবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর