বুধবার, ৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের মিশন শুরু

ক্রীড়া প্রতিবেদক

প্রথমবার ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। পরের বছর আবার ভারতের কাছে হেরেই শিরোপা হাতছাড়া হয়েছে। ট্রফি ফিরে পেতে আজ আবার মিশন শুরু হচ্ছে বাংলাদেশের। ভুটানে স্বাগতিকদের বিপক্ষে লড়াই শুরু জুনিয়র শামসুন্নাহারদের। এবারে কোনো গ্রুপিং নয়। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান সরাসরি রাউন্ড রবিন লিগে খেলবে। শীর্ষ থাকা দুই দল ১৫ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে।

নারী ফুটবলে ভুটান বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারে না। তবুও ম্যাচটিকে হালকা চোখে দেখছেন না কোচ গোলাম রব্বানী ছোটন। ‘লক্ষ্য আমাদের শিরোপা। এখানে কাউকে দুর্বল ভাবা ঠিক নয়। তা ছাড়া শুরুটা যেকোনো দলের কাছে গুরুত্বপূর্ণ। অধিনায়ক জুনিয়র শামসুন্নাহার বলেন, শুরুটা ভালো করতে চাই। বড় জয় পেলে পুরো দল অনুপ্রাণিত হবে।

সর্বশেষ খবর