বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

লক্ষ্য এবার এশিয়া জয়

কিংসে আরও ৫ তারকা

ক্রীড়া প্রতিবেদক

লক্ষ্য এবার এশিয়া জয়

দেশ জয়ের পর লক্ষ্য এবার এশিয়া জয়। দৃঢ় কণ্ঠেই এ কথা বললেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। বসুন্ধরা আবাসিক এলাকার ক্লাব প্রাঙ্গণে ফুটবলে নতুন মৌসুমে খেলতে গতকাল পাঁচ খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করে কিংস। এদের মধ্যে মিতুন হাসান, আলমগীর কবির রানা, মাসুদুর রহমান মোস্তাক, নুরুল নাজিম ফয়সাল ও মনির হোসেন। প্রথম চার জন গত মৌসুমেও বসুন্ধরা কিংসে খেলেন। নতুনভাবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে যোগ দিয়েছেন মনির হোসেন। দলের স্প্যানিশ কোচ অস্কার ব্রজোন বলেন, ‘যেসব খেলোয়াড় নিয়ে এবার দল গড়া হচ্ছে তাতে আমার বিশ্বাস আগের চেয়েও বসুন্ধরা কিংস শক্তিশালী হবে। গত লিগের সেরা খেলোয়াড় রাশিয়া বিশ্বকাপ খেলা ড্যানিয়েল কলিন ড্রেন এবার থাকছেন। নতুনভাবে যোগ দেবেন আরও তিনজন মানসম্পন্ন বিদেশি ফুটবলার।’

১ অক্টোবর নতুন মৌসুমের দলবদল শুরু হয়েছে। ২০ নভেম্বর শেষ হওয়ার কথা। তার আগেই ঘর গুছিয়ে নিচ্ছে কিংস। এর আগে চ্যাম্পিয়ন দলে যোগ দেন ইয়াসিন, তপু বর্মণ, রবিউল হাসান ও ফাহাদ। ইমরুল হাসান বলেন, ‘পুরনোদের ওপর আস্থা থাকায় তাদের ধরে রেখেছি। আর নতুনভাবে যারা আসছেন তারাও লিগে নৈপুণ্য প্রদর্শন করেন। পুরনো ও নতুনদের মিলিয়ে আমরা সেরা দলটাই গড়বো।’ তিনি  বলেন, অভিষেক আসরে পেশাদার লিগে চ্যাম্পিয়ন হয়ে ফুটবলে দেশ সেরার খেতাব পেয়েছে কিংস। এবার আমাদের লক্ষ্য এশিয়া জয়। লিগে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে সামনে আমরা এএফসি কাপ খেলব। সেই লক্ষ্যে কিংসের অনুশীলনও শুরু হয়ে গেছে।  চট্টগ্রামে আমরা শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে অংশ নেব।  আন্তর্জাতিক টুর্নামেন্টে শিরোপাই থাকবে আমাদের মূল লক্ষ্য। এর পাশাপাশি আমরা খেলোয়াড়দের পারফরম্যান্সও ঝালাই করে নিতে পারব।

যা লিগ ও এএফসি কাপে  উপকারে আসবে। এএফসি কাপে চ্যাম্পিয়ন হয়ে দেশের সুনাম বাড়াতে চাই।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর