বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

দেশের বাইরে টেস্ট জয়ের জন্য ডাবল পয়েন্ট চান কোহলি

ক্রীড়া ডেস্ক

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি মনে করেন টেস্টে কোনো দল দেশের বাইরে জয় পেলে তাদেরকে ডাবল পয়েন্ট দেওয়া উচিত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের পর তিনি বলেন, ‘আমাকে যদি কেউ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা নিয়ে প্রশ্ন করে, আমি বলব দেশের বাইরে টেস্টে জয়ী দলকে সব সময় ডাবল পয়েন্ট দেওয়া উচিত।’ চ্যাম্পিয়নশিপের প্রথম আসর যেহেতু শুরু হয়ে গেছে তাই পরের আসর থেকে এই বিষয়ে খেয়াল রাখা দরকার। এই আসর শুরু হয়ে গেছে গত আগষ্ট থেকে। অংশগ্রহণ করছে ৯টি দল। বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও ওয়েস্ট  ইন্ডিজের মধ্যে দুই বছর প্রতিদ্বন্দ্বিতা হবে। শীর্ষ পয়েন্ট পাওয়া দুই দল ফাইনাল খেলবে।  চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত ১৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত। তিন ম্যাচে তিনটি জয় তাদের। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ৫টি করে ম্যাচ খেলেও তাদের পয়েন্ট  ৫৬ করে। তবে দুই ম্যাচ খেলে একটি করে জয় ও পরাজয়ে ৬০ পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।

 কোহলি মনে করেন, ঘরের বাইরে জয়ে ডাবল পয়েন্ট থাকলে ম্যাচে প্রতিযোগিতা আরও বাড়বে। সেটা টেস্টের সৌন্দর্য আরও বাড়াবে। টেস্টে এখন দারুণ ফর্মে আছে কোহলির ভারত। রোহিত শর্মার মতো ওপেনার ও মোহাম্মদ সামির মতো পেসারকে পেয়ে ভীষণ খুশি। রোহিত প্রথমবারের মতো টেস্টে ওপেন করতে নেমে দুই ইনিংসে করেছেন দুই সেঞ্চুরি। তার ইনিংস দুটি ছিল ১৭৬ ও ১২৭। শেষ ইনিংসে বল হাতে ৫ উইকেট নিয়েছেন সামি। দুই তারকার দাপুটে পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ভারত। কোহলি বলেন, ‘এটা আমার জন্য খুবই বড় স্বস্তি। তবে এটা ঠিক যে আমরা প্রতিটি ম্যাচের জয়ের কথা চিন্তা করে মাঠে নামি। সব সময় আমাদের ভাবনা এমনই থাকবে।’

সর্বশেষ খবর