বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

জিতেও অখুশি মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক

জিতেও অখুশি মেয়েরা

পুরুষদের বেলায় নিশ্চিত বলা না গেলেও নারী ফুটবলে ভুটান বাংলাদেশের সামনে দাঁড়ানোর কথা নয়। অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ঠিকই ভুটানকে পরাজিত করে মিশন শুরু করেছে। কিন্তু এ জয়ে সন্তুষ্ট নয় অধিনায়ক জুনিয়র শামসুন্নাহার। কেননা শক্তির বিচারে বাংলাদেশের গোল উৎসব করার কথা। সেখানে কিনা ভুটানের বিপক্ষে ঘাম ঝরিয়ে ২-০ গোলে জয় পায় বাংলাদেশ। গতকাল থিম্পুতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ প্রথমার্ধের ২২ মিনিটে শাহেদা আক্তারের গোলে বাংলাদেশ এগিয়ে যায়। ৯ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রোজিনা আক্তার।

দ্বিতীয়ার্ধে আক্রমণ চালালেও গোল সংখ্যা বাড়াতে পারেনি। বরং ভুটান বেশ কটি গোলের সুযোগ নষ্ট করে। টুর্নামেন্টে রাউন্ড রবিন লিগে অন্য দুটি দল হচ্ছে ভারত ও নেপাল। শীর্ষে থাকা দুই দল ১৫ অক্টোবর ফাইনাল খেলবে। ২০১৭ সালে বাংলাদেশ চ্যাম্পিয়ন। পরের বছর রানার্সআপ হয়। এবার শিরোপা উদ্ধারের লক্ষ্যে মেয়েরা লড়ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর