শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

লেগ স্পিনার বাধ্যতামূলক

ক্রীড়া প্রতিবেদক

‘বঙ্গবন্ধু বিপিএল’ শুরুর সম্ভাব্য তারিখ ৬ ডিসেম্বর। তবে সেটা ১০ দিন পিছিয়ে যেতে পারে জানান বিসিবি পরিচালক মাহাবুব আনাম। গতকাল বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা শেষে মিডিয়ার মুখোমুখিতে তিনি জানান, প্রতিটি দলের একাদশে একজন লেগ স্পিনার বাধ্যতামূলক। তাদেরকে ৪ ওভার বোলিংও করাতে হবে জানান তিনি, ‘বিপিএলে কিছু কিছু নিয়ম বাধ্যতামূলক থাকবে। জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট থেকে কিছু সাজেশন আসছে। আমাদের লেগ স্পিনার দরকার। তাই প্রতিটি দলে একজন লেগ স্পিনার খেলাতেই হবে। শুধু তাই নয়, তাকে বাধ্যতামূলকভাবে ৪ ওভার বোলিং করাতেই হবে।’ এছাড়া একাদশে লেগ স্পিনার থাকতেই হবে। আরও একটি বিস্ময়কর সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং কাউন্সিল। প্রতিটি দলের হেড কোচ হিসেবে বিদেশিদের নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। তাদের সহকারী হিসেবে স্থানীয়রা থাকবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর