শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

জিতলেই ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রত্যাশিত জয়ে অনূর্ধ্ব-১৫ নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে ২-০ গোলে পরাজিত করেছে ছোটনের শিষ্যরা। তবে ব্যবধান বড় না হওয়ায় জিতেও তৃপ্তির ঢেঁকুর তুলতে পারেননি জুনিয়র শামসুন্নাহাররা। যাক জয়তো জয়ই। তা ২ বা যত গোল হোক না কেন। বাংলাদেশ আজ দ্বিতীয় ম্যাচে লড়বে নেপালের বিপক্ষে। দুদলের কাছেই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জিতলে যেমন ফাইনালটা নিশ্চিত হয়ে যাবে, তেমনি নেপালের টিকে থাকার লড়াই। তারা প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন ভারতের কাছে হেরে যায়। অন্যদিকে ভুটানকে হারাতে পারলেই ভারতও ফাইনালে যাবে। কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, অবশ্যই ম্যাচ জেতার ব্যাপারে আশাবাদী। তবে নেপালকে হালকা করে দেখছি না। ওরা টিকে থাকতে মরণ কামড় দেবে। মেয়েদের কাজ হবে সেরাটা দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করা। ভুটানের বিপক্ষে অনেক সুযোগ নষ্ট হয়েছে। নেপালের বিপক্ষে তা করা যাবে না। গোল মিসতো ম্যাচ মিস এটা মনে রাখতে হবে। অধিনায়ক জুনিয়র শামসুন্নাহার বলেন, জয় ছাড়া কিছুই ভাবছি না। তবে নেপালও শক্তিশালী দল। ওরাও সেরাটা দিতে চাইবে। এর মধ্যে দিয়ে কৌশলে ম্যাচটি বের করে আনতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর