শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

পিছিয়ে পড়েও আর্জেন্টিনার ড্র

ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, অ্যাঞ্জেল ডি মারিয়ারা দলে ছিলেন না। তবে দুর্দান্ত একটা ম্যাচ খেলল আর্জেন্টিনা। ২০১৪ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট গত বুধবার জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হয়েছিল। এবার কেউ জেতেনি। দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ হয় ২-২ গোলের ড্রতে। ম্যাচের শুরুতেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল জার্মানি। ১৫ মিনিটে প্রথম গোল করেন বায়ার্ন মিউনিখ তারকা জিনাবরি। এরপর ২২ মিনিটে হ্যাভার্টজ গোল করলে আর্জেন্টিনা কঠিন চাপে পড়ে যায়। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। জার্মানি ২-০ ব্যবধানে এগিয়ে থেকে মাঠ ছাড়ে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধেও তেমন কোনো আশা দেখছিল না আর্জেন্টাইন সমর্থকরা। গোলের সুযোগ পেলেও নষ্ট করছিলেন পাওলো দিবালার। ম্যাচের ৬২ মিনিটে পাওলো দিবালাকে উঠিয়ে আর্জেন্টাইন কোচ মাঠে নামান অ্যালারিওকে। এর ঠিক চার মিনিট পরই আর্জেন্টিনার পক্ষে ম্যাচে প্রথম গোলটি করেন অ্যালারিও। এরপর যেন নতুন উদ্যোমে খেলতে শুরু করে আলবেসিলেস্তরা। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামা ওক্যাম্পোস ম্যাচের ৮৫ মিনিটে আর্জেন্টিনাকে সমতায় ফেরায়। দুই দলের এটা ছিল আন্তর্জাতিক ফুটবলে ২৩তম ম্যাচ। এর আগে ১০ বার জিতেছে আর্জেন্টিনা। জার্মানি জিতেছে ৭ বার। অবশ্য ২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ড্রয়ের পর টাইব্রেকারে জিতেছিল জার্মানি। সেই হিসেবে জার্মানদের জয় ৮টি। এবার ড্র হওয়ায় জয়-পরাজয়ের ব্যবধান আগের মতোই থাকল। লিওনেল মেসিকে ছাড়াই আগামী রবিবার আর্জেন্টিনা মুখোমুখি হবে ল্যাটিন আমেরিকান প্রতিপক্ষ ইকুয়েডরের।

সর্বশেষ খবর