শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

পুনেতেও আগারওয়ালের সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক

বিশাখাপট্টম টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা। সেঞ্চুরি করেছিলেন আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। রোহিতের জোড়া সেঞ্চুরিতে আড়ালে পড়ে গিয়েছিলেন আগারওয়াল ডাবল সেঞ্চুরি করেও। সেটা ছিল আবার কর্নাটকের ২৯ বছর বয়সী ওপেনারের পঞ্চম টেস্ট ক্যারিয়ারের প্রথম। গতকাল পুনেতে খেলতে নামেন ক্যারিয়ারের ৬ নম্বর টেস্ট। রোহিত ব্যর্থ হলেও উজ্জ্বল ছিলেন আগারওয়াল। খেলেন ১০৮ রানের নান্দনিক এক ইনিংস। তার টানা টেস্ট সেঞ্চুরিতে পুনেতে প্রথম দিনে স্বস্তির জায়গা পৌঁছেছে বিরাট কোহলির ভারত। ৮৫.১ ওভারে ৩ উইকেটে ২৭৩ রান তুলে প্রথম দিন শেষ করেছে স্বাগতিকরা। আগারওয়ালের পর সেঞ্চুরি পথে হাঁটছেন অধিনায়ক কোহলি। তিনি ব্যাট করছেন ৬৩ রানে এবং বিশাখাপট্টমের নায়ক রোহিত সাজঘরে ফিরেন ১৪ রানে। বিশাখাপট্টমে ভারত জিতেছিল ২০৪ রানে। বিশাখাপট্টমের মতো পুনেতেও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক। দুই ওপেনার রোহিত ও আগারওয়াল ২৫ রান যোগ করে বিচ্ছিন্ন হন। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে চেতেশ্বর পুজারাকে নিয়ে যোগ করেন ১৩৮ রান। পুজারা সাজঘরে ফিরেন ব্যক্তিগত ৫৮ রানে। এরপর অবশ্য খুব বেশি সময় টিকে থাকেননি আগারওয়াল। দলীয় ১৯৮ রানে আউট হন কাগিসো রাবাদার বলে। তার আগে ১৮৭ বলে খেলেন ১০৮ রানের ইনিংস। অবশ্য সেঞ্চুরি করতে নার্ভাস ছিলেন না তিনি। ৮৭ থেকে ১০৩ রানে পৌঁছান টানা তিন বলে ৬, ৬ ও ৪ হাঁকিয়ে। তার বিদায়ের পর অধিনায়ক কোহলি দিন পার করেন আজিঙ্কা রাহানেকে নিয়ে।

সর্বশেষ খবর