শনিবার, ১২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
বিশ্বকাপ বাছাই পর্ব

কলকাতায় জামালরা

ক্রীড়া প্রতিবেদক

কলকাতায় জামালরা

কাতারের বিপক্ষে দুর্দান্ত খেলেও জয় পায়নি বাংলাদেশ। তবে নিজেদের খেলায় দারুণ খুশি কোচ জেমি ডে। কাতারের বিপক্ষে ভালো খেলার স্মৃতি নিয়েই কলকাতায় পা রেখেছেন জামাল ভূইয়ারা। গতকাল নিজেদের অনেকটা হালকা করে নিয়েছেন সুইমিংপুলে সময় কাটিয়ে। এক্সারসাইজও করেছেন। আজ থেকে ভারতের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুতি চলবে পুরো দমে। ১৫ অক্টোবর সল্টলেকে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। গতকাল জামাল ভূইয়া বলেন, ‘আমরা কাতারের বিপক্ষে পরাজয়ের হতাশা দূর করে এবার ভারতের বিপক্ষে খেলার প্রস্তুতি নিতে চাই।’ কোচ জেমি ডে’ও ভারতের বিপক্ষে ম্যাচের দিকে তাকিয়ে আছেন। ভারতীয় মিডিয়াকে জানিয়েছেন, বাংলাদেশ ভারতের জন্য প্রস্তুত। এমনকি কাতারের বিপক্ষে ড্র করা ভারতকে মোটেও ভয় পাচ্ছে না তার শিষ্যরা। এটাও জানিয়ে দিয়েছেন জেমি ডে। অবশ্য ভারতও বাংলাদেশের জন্য রণকৌশল সাজাতে শুরু করেছে। গোহাটিতে প্রস্তুতি নিচ্ছে তারা। ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের সঙ্গে ড্রয়ের সুখস্মৃতি ভুলে গিয়ে বাংলাদেশ নিয়েই ভাবছেন। তার মতে, বাংলাদেশ ভিন্ন প্রতিপক্ষ। ভিন্ন চ্যালেঞ্জ। বিশ্বকাপ বাছাই পর্বে ই গ্রুপে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ২০২২ বিশ্বকাপের স্বাগতিক কাতার। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ওমান। আফগানিস্তান ৩ পয়েন্ট নিয়ে আছে তিনে। ভারত ১ পয়েন্ট নিয়ে চারে এবং বাংলাদেশ আছে পাঁচে। দুই ম্যাচ খেলেও কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি লাল-সবুজের জার্সিধারীরা। দেখা যাক, ভারতের মাটি থেকে কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারে কি না জামাল ভূইয়ারা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর