শিরোনাম
শনিবার, ১২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপ

ফাইনালের পথে মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক

ফাইনাল খেলতে জিততেই হতো বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল দলকে। হারাতে হতো স্বাগতিক নেপালের মেয়েদের। গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা সেই কাজটিই করেছে। নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। চার জাতির এই টুর্নামেন্টে বাংলাদেশের এটা টানা দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে ২-০ গোলে ভুটানকে হারিয়েছিল ছোটনের শিষ্যরা। বাংলাদেশের তৃতীয় ও শেষ ম্যাচ বাকি ভারতের বিপক্ষে। টানা দুই হারে নেপালের টুর্নামেন্ট শেষ। ভারত যদি স্বাগতিক ভুটানকে হারাতে পারে, তাহলে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। গতকাল ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ১২ মিনিটে দলকে এগিয়ে নেন শাহিদা আক্তার। ২৬ মিনিটে গোল সংখ্যা দ্বিগুণ করেন শামসুন্নাহার। দ্বিতীয়ার্ধে নেপাল চাপিয়ে খেললেও একটির বেশি গোল পায়নি। তবে গোল মিস করায় ব্যবধানটাও বাড়াতে পারেনি মেয়েরা।     

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর