শনিবার, ১২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

শচীন-শেবাগকে পেছনে ফেললেন কোহলি

পুনে টেস্ট

ক্রীড়া ডেস্ক

শচীন-শেবাগকে পেছনে ফেললেন কোহলি

অ্যাসেজে রান উৎসবে মেতেছিলেন স্টিভ স্মিথ। সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি করে স্মিথ চাপে ফেলে দিয়েছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে। বিশাখাপট্টম টেস্ট পর্যন্ত গত চার টেস্টের সাত ইনিংসে কোনো সেঞ্চুরির ইনিংস ছিল না কোহলির। বছরের পঞ্চম টেস্টে এসে দেখা পেলেন সেঞ্চুরির। সেঞ্চুরি করেই থেমে থাকেননি। রূপ দেন ডাবল সেঞ্চুরিতে। ২৫৪ রানের হার না মানা ইনিংসটি খেলে বেশ কতগুলো মাইলফলক গড়েছেন ভারতীয় অধিনায়ক। ৮১ টেস্ট ক্যারিয়ারে এটা কোহলির ২৬ নম্বর সেঞ্চুরি এবং সপ্তম ডাবল সেঞ্চুরি। ভারতীয় ক্রিকেট ইতিহাসে সর্বাধিক ডাবল সেঞ্চুরির মালিক এখন তিনি। ৬টি করে ডাবল সেঞ্চুরি দুই গ্রেট ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ও বীরেন্দার শেভাগের। সামগ্রিকভাবে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির মালিক অস্ট্রেলিয়ার কিংবদন্তির ক্রিকেটার স্যার ডোনাল্ড ব্রাডম্যানের, ১২টি। কুমার সাঙ্গাকারা ১১টি, ব্রায়ান লারা ৯টি এবং ৭টি করে ডাবল সেঞ্চুরি রয়েছে কোহলি ছাড়াও ইংল্যান্ডের স্যার ওয়ালি হ্যামন্ড ও শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনের। আশ্চর্য হলেও সত্যি, ৮১ টেস্ট ক্যারিয়ারের সব ডাবল সেঞ্চুরি করেছেন কোহলি অধিনায়ক হয়ে। শুধু ডাবল সেঞ্চুরির রেকর্ডই গড়েননি তিনি, ৭ হাজারী ক্লাবেও নাম লিখেছেন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রানের হিসেবে তার চেয়ে এগিয়ে এখন টেন্ডুলকার (১৫৯২১), রাহুল দ্রাবিড় (১৩২৬৫), সুনীল গাভাস্কার (১০১২২), ভিভিএস লক্ষণ (৮৭৮১), বীরেন্দার শেভাগ (৮৫০৩) ও সৌরভ গাঙ্গুলি (৭২১২)। ৮১ টেস্টের ১৩৮ ইনিংসে কোহলির রান ৭০৫৪।

কোহলির রেকর্ডের দিনে পুনে টেস্টে ভারত ৫ উইকেটে ৬০১ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। জবাবে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। ৩৩ রান তুলতেই হারিয়েছে ৩ উইকেট। ৬৩ রান নিয়ে খেলতে নামা কোহলি অপরাজিত থাকেন ২৫৪ রানে। তার ইনিংসটি সাজানো ৩৩৬ বলে ৩৩ চার ও ২ ছক্কায়।

 

সর্বশেষ খবর