শিরোনাম
শনিবার, ১২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
সেরা ৫ গোল

বাস্তেনের ক্যারিশমা

বাস্তেনের ক্যারিশমা

গত শতকের আশির দশক ছিল ডাচ ফুটবলের সোনালি সময়। রুড গুলিত আর ফন বাস্তেনদের দুর্দান্ত ফুটবল চমকে দিচ্ছিল সবাইকে। ১৯৮৮ সালে ইউরো কাপে ফন বাস্তেন অসাধারণ খেলেছিলেন। সেবার ফাইনালে সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে ফন বাস্তেনের গোলটা ইতিহাসের অন্যতম সেরা হিসেবে অনেকের কাছেই স্বীকৃত। ম্যাচের ৫৪ মিনিটে ডি বক্সের ডান প্রান্ত থেকে ভলিতে চমৎকার এক গোল করেন তিনি। নেদারল্যান্ডস ইউরো কাপ জয় করে।

ফন বাস্তেনের সেই গোল আজও ফুটবলভক্তদের মনে স্থান করে আছে। সেরা গোলের কথা উঠলেই ফন বাস্তেন আলোচনায় আসেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর