শনিবার, ১২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ

কিংস আবাহনী একই গ্রুপে

ক্রীড়া প্রতিবেদক

কিংস আবাহনী একই গ্রুপে

বন্দরনগরী চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ। গতকাল এ টুর্নামেন্টের আট দলের ড্র অনুষ্ঠিত হয়েছে। দুই গ্রুপে চারটি করে দল অংশ নেবে। পেশাদার লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস খেলবে ভারতের চেন্নাই সিটি এফসি, মালয়েশিয়ার টেরেঙ্গানু এফসি এবং আবাহনী লিমিটেডের গ্রুপে। অপর গ্রুপে টুর্নামেন্টের আয়োজক চট্টগ্রাম আবাহনী মুখোমুখি হবে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব,  ভারতের মোহনবাগান এবং লাওসের ইয়াং এলিফ্যান্টস এফসির। গতকাল ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহ্উদ্দীন এবং  যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আবদুল্লাহেল জ্যাকব এমপি। টুর্নামেন্টের বাজেট দশ কোটি টাকা। চ্যাম্পিয়নদের প্রাইজ মানি ৫০ হাজার ডলার, রানার্স-আপ দল পাবে ২৫ হাজার ডলার এবং প্রতিটি দল অ্যাপিয়ারেন্স মানি হিসে্েব পাবে ১০ হাজার ডলার। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর