রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

রোনালদোর ৬ ৯ ৯

ক্রিস্টিয়ানো রোনালদো ৭০০ গোলের মাইলফলক থেকে আর মাত্র একটা গোল দূরে আছেন

ক্রীড়া ডেস্ক

রোনালদোর  ৬ ৯ ৯

বাছাইপর্বে হারতেই ভুলে গিয়েছিল গত ১০ বছরে। বাছাইপর্বে টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে তাদেরকে হারের তিক্ত স্বাদ উপহার দিল চেক প্রজাতন্ত্র। শুক্রবার প্রাগে চেক প্রজাতন্ত্রের কাছে ২-১ গোলে পরাজয় স্বীকার করেছে ইংল্যান্ড।

হ্যারি কেইনের গোলে শুরুতে এগিয়ে গেলেও ব্র্যাবেচ এবং অন্ড্রাসেকের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে চেকরা। এ পরাজয়েও নিজেদের গ্রুপে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দুইয়ে আছে চেক প্রজাতন্ত্র। সর্বশেষ বাছাইপর্বে ২০০৯ সালের অক্টোবরে ইউক্রেনের কাছে ১-০ গোলে হেরেছিল ইংল্যান্ড।

এদিকে ইউরো কাপ বাছাইপর্বে ক্রিস্টিয়ানো রোনালদো আবারও গোল করলেন। গত শুক্রবার পর্তুগাল ৩-০ গোলে হারিয়েছে লুক্সেমবার্গকে। এ জয়ে রোনালদো ছাড়াও গোল করেন বার্নার্ডো সিলভা ও গনসালো গুয়েডেস। ক্রিস্টিয়ানো রোনালদো ৭০০ গোলের মাইলফলক থেকে আর মাত্র একটা গোল দূরে আছেন। সোমবার ইউক্রেনের বিপক্ষে ম্যাচেই ফুটবল ইতিহাসের ষষ্ঠ ফুটবলার হিসেবে ৭০০ গোল করতে পারেন তিনি। ইউরো কাপ বাছাইপর্বে বি গ্রুপে ১১ পয়েন্ট সংগ্রহ করে দুইয়ে আছে পর্তুগাল। এই গ্রুপে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইউক্রেন। গত শুক্রবার তারা ২-০ গোলে হারিয়েছে লিথুনিয়াকে। ইউক্রেনের পক্ষে দুটি গোলই করেছেন রুসলান ম্যালিনভস্কি।

ইউরো কাপের বাছাইপর্বে জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সও। তারা ১-০ গোলে হারিয়েছে আইসল্যান্ডকে। ফ্রান্সের পক্ষে গোলটি করেন অলিভিয়ের গিরদ। এইচ গ্রুপে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ফরাসিরা। এই গ্রুপে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে তুরস্ক। তুর্কিরা  শুক্রবার ১-০ গোলে হারিয়েছে আলবেনিয়াকে।

বাছাইপর্বে নিজেদের ইতিহাসের দ্বিতীয় জয় পেল অ্যান্ডোরা। বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে শুরুর পর দ্বিতীয় আসরেই জয় পেয়েছিল। তবে ইউরো বাছাইপর্বে জয়ের জন্য ৫৬ ম্যাচ অপেক্ষায় থাকতে হলো তাদেরকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর