সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ইমরুল কায়েসের ডাবল সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

ইমরুল কায়েসের ডাবল সেঞ্চুরি

নভেম্বরে ভারত সফরে দুই টেস্ট ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। এ নিয়ে টেস্ট খেলতে দ্বিতীয়বারের মতো প্রতিবেশী দেশ সফর করবে টাইগাররা। সাদা এবং রঙিন পোশাকে খেলতে নামার আগে জাতীয় ক্রিকেট লিগ খেলে জোর প্রস্তুতি নিচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সেই প্রস্তুতির প্রথম ধাপটা বেশ ভালোভাবেই পার করেছেন বাঁ হাতি ওপেনার ইমরুল কায়েশ। খুলনা বিভাগের হয়ে রংপুরের বিপক্ষে লিগের প্রথম ম্যাচেই করেছেন ডাবল সেঞ্চুরি। খেলেছেন ২০২ রানের হার না মানা ইনিংস। প্রথম শ্রেণির ক্যারিয়ারে ইমরুলের এটা দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। যদিও ড্র হয়েছে তার ডাবল সেঞ্চুরির ম্যাচটি। ফতুল্লা স্টেডিয়ামে ড্র হয়েছে ঢাকা ও রাজশাহী ম্যাচ। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে সিলেটকে ইনিংস ও ১৩ রানে হারিয়েছে বরিশাল এবং মিরপুর স্টেডিয়ামে ড্র হয়েছে ঢাকা মেট্রোপলিটন ও চট্টগ্রাম ম্যাচ।         

১১ মাস আগে সর্বশেষ টেস্ট খেলেছেন ইমরুল। অফ ফর্মের জন্য এরপর বাইরে ছিলেন জাতীয় দলের। মাঝে ছেলের অসুস্থ হওয়ায় বাইরে ছিলেন খেলার। এখন ছেলে সুস্থ। জাতীয় ক্রিকেটে খেলছেন খুলনার হয়ে। খুলনা আবু নাসের স্টেডিয়ামে তার ডাবল সেঞ্চুরিতে খুলনার প্রথম ইনিংসে সংগ্রহ ৯ উইকেটে ৪৫৪ রান। ইমরুল ২০২ রানের ইনিংসটি খেলেন ৩১৯ বলে ১৯ চার ও ৬ ছক্কায়। প্রথম শ্রেণির ক্রিকেটে বাঁ হাতি ওপেনারের আগের ডাবল সেঞ্চুরিটি ২০১৪ সালে বিসিএল ফাইনালে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দক্ষিণাঞ্চলের পক্ষে উত্তরাঞ্চলের বিপক্ষে ২০৪ রান করেছিলেন ২০ চার ও ৯ ছক্কায়। আগের দিনের ২৯ রান নিয়ে খেলতে নেমে সেঞ্চুরি করেন ১৮৩ বলে। ডাবল সেঞ্চুরি করেন সোহরাওয়ার্দী শুভকে টানা দুই ছক্কা ও চারে ৩১১ বলে। ড্র হয়েছে ঢাকা ও রাজশাহী ম্যাচ। ঢাকা প্রথম ইনিংসে ২৪০ রানের পর দ্বিতীয় ইনিংসে ২৫৪ রান করে। তাইবুর রহমান পারভেজ উভয় ইনিংসেই করেন ৮৮ রান করে। ২৯৭ রানে পিছিয়ে থেকে রাজশাহী দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১০৬ রান তোলার পর দিন শেষ হয়ে যায়। রাজশাহীতে দুই স্পিনার তানভীর ও মনিরের ঘূর্ণিতে ইনিংস ও ১৩ রানে জিতেছে বরিশাল। ১৪৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩২ রানে গুটিয়ে যায় সিলেট। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রানে অপরাজিত ছিলেন জাকের আলি। তানভীর ৪টি এবং মনির ৩ উইকেট নেন।  

সর্বশেষ খবর