সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

কোহলিদের ইনিংস ব্যবধানে জয়

ক্রীড়া ডেস্ক

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও কোনো প্রতিরোধ গড়তে পারেনি দক্ষিণ আফ্রিকা। উমেশ যাদব, রবীচন্দন অশ্বিন, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজাদের সাঁড়াশি আক্রমণে বেসামাল হয়ে দ্বিতীয় ইনিংসে ১৮৯ রানে গুটিয়ে হার মানে ইনিংস ব্যবধানে। ইনিংস ও ১৩৭ রানে জিতে ভারত সিরিজ জিতে নিয়েছে ২-০ ব্যবধানে। একদিন হাতে রেখে ম্যাচ জিতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬০ পয়েন্ট পেল ভারত। ২৫৪ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় ভারতের। ৯ বছরের ব্যবধানে আরেকবার ইনিংস ব্যবধানে হারের তিক্ত স্বাদ পেল দক্ষিণ আফ্রিকা। ২০১০ সালের ফেব্রুয়ারিতে কলকাতায় ইনিংস ও ৫৭ রানে হেরেছিল গ্রায়েম স্মিথের প্রোটিয়াসরা। ভারতকে জয় উপহার দিতে ৩টি উইকেট নেন যাদব ও জাদেজা।

সংক্ষিপ্ত  স্কোর ঃ

ভারত : প্রথম ইনিংস, ৬০১/৫ (ডি.) (বিরাট কোহলি ২৫৪*)।

দক্ষিণ আফ্রিকা : প্রথম ইনিংস, ২৭৫/১০ ও দ্বিতীয় ইনিংস, ১৮৯/১০, ৬৭.২ ওভার (এলগার ৪৮, বাভুমা ৩৮, ফিল্যান্ডার ৩৭, মহারাজ ২২। উমেশ ৩/২২, অশ্বিন ২/৪৫, জাদেজা ৩/৫২)।

ফল ঃ ভারত ইনিংস ও ১৩৭ রানে জয়ী।

ম্যাচসেরা ঃ বিরাট কোহলি।

সর্বশেষ খবর