সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

কেউ জেতেনি

ক্রীড়া প্রতিবেদক

কেউ জেতেনি

অনূর্ধ্ব-১৫ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগামীকাল। তার আগে বাংলাদেশ-ভারতের ‘মহড়া’ হয়ে গেল। রাউন্ড রবিন লিগের ম্যাচে কেউ হারেনি। গতকাল থিম্পুতে অনুষ্ঠিত ম্যাচে ১-১ গোলে ড্র হয়েছে। এর ফলে তিন ম্যাচে সমান ৭ পয়েন্ট হলেও গোল পার্থক্য ভারত শীর্ষে থেকে ফাইনাল খেলবে। অন্যদিকে বাংলাদেশ দ্বিতীয় হয়ে। গতকালকের প্রতিদ্বন্দ্বিতা মাঠেই প্রমাণ পাওয়া গেছে দুই দলের শিরোপা লড়াই হবে হাড্ডাহাড্ডি। ২৪ মিনিটে আমিষার গোলে ভারত এগিয়ে যায়। দুই মিনিট পরেই সমতা ফেরান বাংলাদেশের স্বপ্না। এরপর দুই দল আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি। রাউন্ড রবিন লিগে ভারত ৪-১ নেপাল ও ভুটানকে ১০-২ গোলে হারায়। অন্যদিকে বাংলাদেশ ২-০ ভুটান, ২-১ গোলে নেপালের বিপক্ষে জিতে ফাইনাল নিশ্চিত করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর