সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

মেসির নিষেধাজ্ঞা উঠছে ঢাকায়

ক্রীড়া ডেস্ক

মেসির নিষেধাজ্ঞা উঠছে ঢাকায়

গত জুন-জুলাইয়ে ব্রাজিলে কোপা আমেরিকা চলার সময় দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের (কনমেবল) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলেন মেসি। এর ফলে আন্তর্জাতিক ফুটবলে তিন মাস নিষিদ্ধ হন তিনি। তবে নভেম্বরেই শেষ হচ্ছে নিষেধাজ্ঞার মেয়াদ। আগামী ১৮ নভেম্বর ঢাকায় আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচ হবে। এমন খবর প্যারাগুয়ে ফুটবল তাদের এক টুইটে জানিয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। তা নিশ্চিত হলে, ঢাকার মাঠেই মেসির ফেরা দেখতে পাবেন দর্শকরা। এমনটা হলে বাংলাদেশের ফুটবলভক্তদের জন্য মেসির এই ফেরাটা সম্পূর্ণ ভিন্ন রকমেরই হয়ে থাকবে। স্পেনে এক প্রীতিম্যাচে গতকালই ইকুয়েডরের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। এ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পরবর্তী আন্তর্জাতিক ম্যাচে মেসির ফেরার বিষয়টি নিশ্চিত করেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, ‘নিষেধাজ্ঞার কারণে মেসি এখানে নেই। আগুয়েরো নেই কারণ সে দীর্ঘদিন ধরে ইনজুরিতে ছিল এবং ক্লাবে ঠিকমতো অনুশীলন করতে পারছে না।

 দুজনেই পরের মাসে ফিরবে এটা নিশ্চিত।’

সর্বশেষ খবর