সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

টেস্টেই ফোকাস এবাদতের

টেস্টেই ফোকাস এবাদতের

চট্টগ্রামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে  খেলা হয়নি এবাদতের। ওই ম্যাচে আসলে কোনো  পেসারই নেওয়া হয়নি। তবে ভারতের বিরুদ্ধে টেস্টে  ফেরার জন্য মুখিয়ে রয়েছেন পেসার এবাদত হোসেন। শ্রীলঙ্কা সফরে ‘এ’ দলের হয়েও দারুণ বোলিং করেছেন। শেষ ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ের দুটি উইকেট নিয়েছেন। দলও সিরিজ জিতেছে। তবে নিজের আসল ফোকাসটা টেস্টেই রাখতে চান এবাদত, ‘আসলে টেস্টেই ফোকাস আমার। চার দিনের ম্যাচের আগে আমরা ওখানে যাওয়ার পরে লাল বলেই কাজ করেছি চাম্পকার সঙ্গে। আসলে একটি প্ল্যান দিয়েছিল ধারাবাহিকতা বাড়ানোর জন্য।  সেটা নিয়ে কাজ করেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমরা এই টেস্টে আসলে বেশ ভালো বোলিং করেছি। ভারত সফরের আগে আমাদের কিছুদিন পরে প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। এখন এনসিএল আছে। এনসিএলে ফোকাসটা থাকবে। এনসিএলে যদি ভালো করে তাহলে দেখা যাবে।’

শ্রীলঙ্কা সফর সম্পর্কে তিনি জানান, ‘বেশ ভালো লাগছে ওয়ানডে সিরিজটি জিততে পারায়। আমার কাছে আসলে অনেক বড় একটি ব্যাপার মনে হচ্ছে  যে আমরা যারা পেস বোলার আছি এবং চাম্পকার সঙ্গে কাজ করেছি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর