মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

শ্রেষ্ঠত্বের লড়াই মেয়েদেরও

ক্রীড়া প্রতিবেদক

শ্রেষ্ঠত্বের লড়াই মেয়েদেরও

কলকাতা সল্টলেকে আজ ভারত-বাংলাদেশ হাই ভোল্টেজ ম্যাচ। ৩৪ বছর পর দুই দল বিশ্বকাপ ফুটবলে বাছাইপর্বে লড়বে। অন্যদিকে আবার মেয়েদের ফাইনালে দুই দল শিরোপা জিততে লড়বে। ভুটানের থিম্পুতে অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচটি হবে। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জিতবে কে? বাংলাদেশ না ভারত। এর আগের দুই আসরে দুই দল ফাইনাল খেলেছিল। ২০১৭ সালে বাংলাদেশ আর পরের বছর চ্যাম্পিয়ন হয় ভারতে। এবার এগিয়ে যাওয়ার লড়াই। যোগ্যতা দিয়েই ফাইনাল খেলছে ভারত ও বাংলাদেশ।

সল্টলেকের ম্যাচটির গুরুত্ব যেমন অনেক তেমনি থিম্পুর ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমিদের আগ্রহের কমতি নেই। পুরুষ জাতীয় দল ব্যর্থ হলেও সাফ মিশনে বাংলাদেশের মেয়েরা একের পর এক সাফল্যের পতাকা উড়াচ্ছে। ঢাকা ছাড়ার আগে কোচ গোলাম রব্বানী ছোটন বলে যান টার্গেট আমাদের একটাই শিরোপা। গতকালও একই কথা বললেন তিনি। ভারত অবশ্যই শক্তিশালী প্রতিপক্ষ। আমরাও কম নয়, সেরাটা দিয়েই মেয়েরা লড়বে। আমার আস্থা রয়েছে তাদের ওপর।

বয়স বেড়ে যাওয়ায় মারিয়া, আঁখিদের মতো খেলোয়াড়রা টুর্নামেন্টে খেলতে পারছেন না। অধিকাংশ নতুনদের দিয়েই দল সাজানো হয়েছে। ভুটানকে ২-০ আর নেপালকে ২-১ হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। ভারতের বিপক্ষে আনুষ্ঠানিকতার ম্যাচে ১-১ গোলে ড্র করে। দুই প্রতিপক্ষের বিপক্ষে গোল উৎসবে মেতেছিল ভারত। সেই তুলনায় বাংলাদেশ কিছুটা পিছিয়ে। এ নিয়ে মোটেই বিচলিত নন জুনিয়র শামসুন্নাহার। ফুটবলে জয়টাই ফ্যাক্টর। ১ বা ১০ গোল এখানে মুখ্য নয়। ফাইনালে ভারতকে হারিয়ে আমরা হারানো গৌরব উদ্ধার করতে চাই।

ম্যাচে মেয়েদের বাড়তি অনুপ্রেরণা জোগাচ্ছে এএফসি অনূর্ধ্ব-১৭ চূড়ান্তপর্ব। এই আসরে গ্রুপপর্বের ম্যাচে বাংলাদেশ ৩-২ গোলে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। সত্যিই আজ ফুটবলে অন্য রকম দিন। ফুটবলে একই দিনে বাংলাদেশ ও ভারতের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। দুটি জেতা মানে ফুটবলে বাংলাদেশের নতুন এক ইতিহাস লিখে ফেলা।

সর্বশেষ খবর