মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

টি-২০ সিরিজেও হারল মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় দলের একাধিক ক্রিকেটার নিয়ে গড়া বাংলাদেশ মহিলা ‘এ’ দল। তারপরও দলটি কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি সফরকারী ভারতীয় মহিলা ‘এ’ দলের বিপক্ষে। শুরুতে হোয়াইটওয়াশ হয়েছে ওয়ানডে সিরিজে। এবার হেরেছে টি-২০ সিরিজও। তিন ম্যাচ সিরিজের প্রথম ও দ্বিতীয়টি ভেসে যায় বৃষ্টিতে। গতকাল তৃতীয়টি মাঠে গড়ালে হেরে যায় ৩০ রানে। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী ভারতের ১১১ রানের জবাবে স্বাগতিকদের ইনিংস থেমে যায় মাত্র ৮১ রানে। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ২৮ রানে অপরাজিত থাকেন তেজাল হাসাবনিস। ৩২ বলের ইনিংসটিতে ছিল একটি চার। এ ছাড়া দেবিকা ১৯ ও ভাটিয়া ১৮ রান করেন। বাংলাদেশের পক্ষে দুর্দান্ত বোলিং করেন খাদিজাতুল কুবরা। ৪ ওভারের স্পেলে ১২ রানের খরচে নেন ৩ উইকেট। এ ছাড়া হাসনা নেন ১৫ রানের খরচে ২ উইকেট। ১১২ রানের টার্গেটে খেলতে নেমে ২০-এর উপরে কোনো রান করতে পারেননি মহিলা দলের কেউ। যদিও চার ব্যাটসম্যান করেছেন দুই অঙ্কের রান। টুম্পা ১৫, শায়লা ১২, ফাহিমা ১৩ ও শোভানা ১২ রান করেন। ম্যাচসেরা তানুজা ৪ ওভারে মাত্র ৮ রানে খরচে নেন ৩ উইকেট।     

সংক্ষিপ্ত স্কোর :

ভারত মহিলা ‘এ’ দল : ১১১/৭, ২০ ওভার (ভাটিয়া ১৮, মেঘনা ১১, দেবিকা ১৯, তেজাল ২৮*, তনুশ্রী ১৫। খাদিজাতুল কুবরা ৩/১২, হাসনা ২/১৫)।

বাংলাদেশ মহিলা ‘এ’ দল : ৮১/৯, ২০ ওভার (শায়লা ১২, টুম্পা ১৫, ফাহিমা ১৩, শোভানা ১২। তানুজা ৩/৮, তনুশ্রী ১/১৫, শিমরন ১/১৪, সুশ্রী ১/১৪, মেঘনা ২/২)

ফল : ভারত মহিলা ‘এ’ দল ৩০ রানে জয়ী

ম্যাচসেরা : তানুজা কানওয়ার

সিরিজ : তিন ম্যাচ সিরিজে ভারত ১-০ তে জয়ী

সর্বশেষ খবর