মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
ম্যাচ সরাসরি সম্প্রচার : বাংলা টিভি ও স্টার স্পোটস্ ওয়ান ও টু রাত ৮টায়

দুই দলের দুই তারকা

দুই দলের দুই তারকা

জামালই বাংলাদেশের ভরসা

তারকা শব্দটি বাংলাদেশের ফুটবল থেকে উঠেই গেছে বলা যায়। সত্তর বা আশির দশকে দেশে ফুটবলে উন্মাদনার কথা ভাবাই যায় না। সেই জৌলুস না থাকলেও এমন একজন ফুটবলার এখন জাতীয় দলে খেলছেন যাকে নিয়ে গর্ব করা যেতেই পারে। জামাল ভূঁইয়া, দেশে তিনিই প্রথম প্রবাসী বাঙালি ফুটবলার। বিভিন্ন দলে নৈপুণ্যের পর জামাল এখন দেশের সেরা ফুটবলার। যোগ্যতা দিয়েই  জাতীয় দলের অধিনায়ক। তার নেতৃত্বেই ডুবন্ত ফুটবল জেগে উঠতে শুরু করেছে। তারই দেওয়া গোলে এশিয়ান গেমসে কাতারকে হারিয়ে বাংলাদেশ নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। ঢাকায় বিশ্বকাপ বাছাইপর্বে কাতারের বিপক্ষে হারলেও বাংলাদেশ অসাধারণ খেলেছে। বিশেষ করে জামালের পারফরম্যান্স সবাইকে মুগ্ধ করেছে। আজও সল্টলেকে ভারতের বিপক্ষে ভরসা জামাল ভূঁইয়া। ফুটবল এগারজনের খেলা হলেও কখনো আবার একজনের ওপর দল অতিমাত্রায় নির্ভর হয়ে পড়ে। সেই জামালকে ঘিরেই যত আশা। মাঠে তিনি সতীর্থদের কিভাবে পরিচালনা করবেন তার ওপর নির্ভর করছে আজ বাংলাদেশের ভাগ্য।

ছেত্রীর ওপরই নির্ভর ভারত

কৃষানু দে, সাব্বির আলী, বাবু মানি, শ্যাম থাপা, শিশির ঘোষদের ওপর একসময় নির্ভর ছিল ভারতীয় ফুটবল। প্রশান্ত ব্যানার্জিও কম সুনাম কুড়ায়নি। এরা বিদায় নেওয়ার পর কিছুটা হলেও ভারতীয় ফুটবল থমকে দাঁড়িয়েছিল। এরপরই বাইচুং ভুটিয়া আলো ছড়াতে থাকেন। সিকিমের এ ফুটবলার যোগ্যতা দিয়েই ভারতবাসীর হৃদয় জয় করেছেন। এমনও ঘটনা ঘটেছে কলকাতা টেস্ট শেষ হওয়ার পরও শচীন টেন্ডুলকার কলকাতা থেকে যান বাইচুংয়ের ম্যাচ দেখতে। গ্রেট এ ক্রিকেটার বাইচুংয়ের খেলা এত পছন্দ করতেন যে সল্টলেকে নেমে তার সঙ্গে ছবিও তুলেছিলেন। বাইচুংয়ের মতো জনপ্রিয় না হলেও বিজয়ন ও কুটিনহো ভারতের ফুটবলে তারকা ছিলেন। বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে বিজয়নকে দেখা যেত ভয়ঙ্কর। এরাতো ক্যারিয়ারের ইতি টেনেছে। ফুটবলে এখন ভারতের বড় ভরসা স্ট্রাইকার সুনীল ছেত্রী। অসম্ভব গতি নিয়ে খেলেন। আন্তর্জাতিক ফুটবলে এখনই তার গোলের সংখ্যা ৭২।  আজও বাংলাদেশের বিপক্ষে মূলত  ছেত্রীর দিকে চেয়ে থাকবে ভারত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর