মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি

ক্রীড়া ডেস্ক

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি

ভর নাটকের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হচ্ছেন সৌরভ গাঙ্গুলি! ভারতীয় গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। ভারপ্রাপ্ত সভাপতি সিকে খান্নার স্থলাভিষিক্ত হতে ভারতের সাবেক অধিনায়ককে জোর প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে সাবেক ক্রিকেটার ব্রিজেশ প্যাটেলের সঙ্গে। ভারতের অন্যতম সফল অধিনায়ক গাঙ্গুলি বর্তমানে বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি। শনিবার থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি কে হবেন, এ নিয়ে ভীষণ তোড়জোড় ছিল। টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি এবং দ্য ইকোনমিক টাইমসের খবর, গতকাল বোর্ডের নতুন সভাপতি হিসেবে সৌরভের নাম চূড়ান্ত হয়েছে। সদস্যসচিব পদে নির্বাচিত হয়েছেন বিজেপির প্রভাবশালী রাজনীতিবিদ ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র জয় শাহ। নতুন কোষাধ্যক্ষ বোর্ডের সাবেক সভাপতি অনুরাগ ঠাকুরের ছোট ভাই অরুণ ধুমাল। ২০১৭ সালে আদালতের রায়ের পর সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন অনুরাগ ঠাকুর। ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন সিকে খান্না। এই প্রথম কোনো বাঙালি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন। এর আগে বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জাগমোহন ডালমিয়া দুবার বোর্ড সভাপতির দায়িত্ব পালন করেন। সৌরভ ভারতীয় ক্রিকেটে নতুন অভিভাবক হওয়ায় বাংলাদেশের কোনো সুবিধা হবে কি না এ নিয়ে এখনই আলোচনা হচ্ছে। কেননা বাঙালি হয়ে সৌরভ হয়তো বাংলাদেশকে গুরুত্ব দেবে। এতে করে দুই দলের খেলা আরও বাড়বে।

সর্বশেষ খবর