শিরোনাম
বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ফিটনেসের প্রমাণ দিয়েই ফিরতে হবে মুস্তাফিজকে!

ক্রীড়া প্রতিবেদক

ফিটনেসের প্রমাণ দিয়েই ফিরতে হবে মুস্তাফিজকে!

এখন মুস্তাফিজ রিকোভার করেছে।  দেখার বিষয় যে সে কত ওভার বল করতে পারে। ফিজিও একটা গাইডলাইন দিয়েছে যে ১৫ ওভারের  বেশি বল করতে পারবে না দ্বিতীয় ম্যাচটিতে।

            ————মিনহাজুল আবেদীন নান্নু

জাতীয় লিগের প্রথম রাউন্ডে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। কিন্তু ফিটনেসের অভাবের কারণে খেলতে পারেননি। ভারতীয় সফরে তাই মুস্তাফিজকে নিয়ে শঙ্কা থাকছেই। ভারত সফর শুরু হচ্ছে ৩ নভেম্বর থেকে। প্রথমে তিনটি টি-২০ ম্যাচ, তারপর দুই টেস্ট। জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা দেখে এই সফরের দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মুস্তাফিজকে ফিরতে হলে তার আগেই নিজের ফিটনেসের প্রমাণ দিতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। কাটার মাস্টারের ফিটনেস সম্পর্কে তিনি বলেন, ‘ফিজিও আমাকে একটি গাইডলাইন দিয়েছে। ওর প্রথম ম্যাচ থেকে খেলার কথা ছিল। যেহেতু ওর গোড়ালিতে একটু সমস্যা আছে, এই কারণে পুরোপুরি লোড সে নিতে পারছে না। পুরোপুরি লোড না নিতে পারলে দ্বিতীয় ম্যাচেও  খেলতে পারবে না। এখন সে রিকোভার করেছে।  দেখার বিষয় যে সে কত ওভার বল করতে পারে। ফিজিও একটা গাইডলাইন দিয়েছে যে ১৫ ওভারের  বেশি বল করতে পারবে না দ্বিতীয় ম্যাচটিতে। সেই হিসেবে আমরা এটি দেখবো এবং ওর ফিটনেসের ব্যাপারে চিন্তা করবে।’

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে ডাবল সেঞ্চুরি করেছেন ইমরুল কায়েস। শ্রীলঙ্কা সফরের ‘এ’ দলের হয়ে রান পেয়েছেন সাইফ হাসান। দুজনকেই দেখা যেতে পারে ভারত সফরের দলে। ইমরুল সম্পর্কে মিনহাজুল বলেন, ‘ইমরুল কায়েস ডাবল সেঞ্চুরি করেছে। গত দুই মাস খুব কঠিন সময়ে ছিল ওর পরিবার নিয়ে। তারপর এভাবে ফিরে ডাবল  সেঞ্চুরি করা কিন্তু দারুণ।’

সাইফ সম্পর্কে বলেন, ‘ও অসাধারণ ব্যাটিং করেছে। ওর বোলিং নিয়ে আমরা এতো    চিন্তা করিনি কখনো। সে অসাধারণ বোলিংও করেছে। ভালো জায়গায় বোলিং করেছে। নাঈম শেখও যথেষ্ট ভালো ব্যাটিং করেছে। প্রথম ম্যাচে ভালো না করলেও শেষ ম্যাচগুলোতে ভালো করেছে। এখানে কিছু বিষয় আছে, ক্রিকেটারদের তৈরি করে রাখা। এটা বিরাট ব্যাপার। এখানে ক্রিকেটাররা ভালো সুযোগ পাচ্ছে। ক্রিকেটারদের যে আমরা এইচপিতে  তৈরি করেছি সেটার ফলই এই পারফরম্যান্স।’ সে হিসেবে একটা প্লেয়ারকে উন্নতির মধ্যে রাখা, দলের জন্য ব্যাক আপ হিসেবে তৈরি করে রাখা। এইচপিতে কিন্তু ওদের নিয়ে অনেক কাজ করেছি। আগামীতে জাতীয় দলের জন্যে ওদের তৈরি করে রাখছি।’

সর্বশেষ খবর