বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

রোনালদোর ৭০০

রোনালদোর ৭০০

ইতিহাসের ষষ্ঠ ফুটবলার হিসেবে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন। ইউক্রেনের বিপক্ষে ইউরো কাপ বাছাই পর্বের ম্যাচে ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এ কীর্তি গড়েন।

 অবশ্য রোনালদোর রেকর্ডের এই ম্যাচে ইউক্রেনের কাছে ২-১ গোলে হেরে গেছে গত ইউরো কাপের চ্যাম্পিয়ন পর্তুগাল। পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপি দিয়ে শুরু করেছিলেন ২০০২ সালে। এক মৌসুম পরই যোগ দেন আলেক্স ফার্গুসনের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। এরপর রিয়াল মাদ্রিদ হয়ে যোগ দেন জুভেন্টাসে। ক্লাব ও জাতীয় দলের জার্সিতে দীর্ঘ ১৭ বছর ধরে খেলছেন রোনালদো। এই ১৭ বছরে ৯৭৬ ম্যাচ খেলেছেন। গত সোমবার ইউরো কাপ বাছাই পর্বে ইউক্রেনের বিপক্ষে খেলতে নেমে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন তিনি। জাতীয় দলের জার্সিতে ৯৫টি ও চারটি ক্লাবের জার্সিতে ৬০৫টি গোল করেন রোনালদো। অবশ্য আরও একটি রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে গেছেন রোনালদো। জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচে ১০৯টি গোল করে সবার ওপরে আছেন ইরানের আলি দাইয়ি। তার চেয়ে মাত্র ১৪ গোল পেছনে আছেন রোনালদো। যে গতিতে ছুটছেন তিনি, জাতীয় দলের জার্সিতে গোলের রেকর্ডটা নিজের করে নিতে খুব বেশি দেরি হবে না হয়তো।

রোনালদোর আগে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন কেবল পাঁচজন। চেকোস্লোভাকিয়া ও অস্ট্রিয়ার জার্সিতে খেলা যোসেফ বাইকান (৮০৫), ব্রাজিলের রোমারিও (৭৭২) ও পেলে (৭৬৭), হাঙ্গেরির ফেরেনচ পুসকাস (৭৪৬) ও জার্মানির গার্ড মুলার (৭৩৫)। রোনালদোর পর বর্তমান ফুটবলারদের মধ্যে এ মাইলফলক স্পর্শ করতে পারেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তিনি সিনিয়র ক্যারিয়ারে বার্সেলোনার জার্সিতে ৬০৪ ও আর্জেন্টিনার জার্সিতে ৬৮টি গোল করেছেন (মোট ৬৭২ গোল)।

ক্রিস্টিয়ানো রোনালদো প্রথম সুযোগেই ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন। এ গৌরব অর্জন করলেন পর্তুগিজ তারকা। ইউক্রেনের বিপক্ষে ইউরো কাপ বাছাই পর্বের ম্যাচে ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এ মাইলফলক স্পর্শ করেন তিনি। অবশ্য রোনালদোর রেকর্ডের এই ম্যাচে ইউক্রেনের কাছে ২-১ গোলে হেরে গেছে গত ইউরো কাপের চ্যাম্পিয়ন পর্তুগাল। পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপি দিয়ে শুরু করেছিলেন ২০০২ সালে। এক মৌসুম পরই যোগ দেন আলেক্স ফার্গুসনের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। এরপর রিয়াল মাদ্রিদ হয়ে যোগ দেন জুভেন্টাসে। ক্লাব ও জাতীয় দলের জার্সিতে দীর্ঘ ১৭ বছর ধরে খেলছেন রোনালদো। এই ১৭ বছরে ৯৭৬ ম্যাচ খেলেছেন। গত সোমবার ইউরো কাপ বাছাই পর্বে ইউক্রেনের বিপক্ষে খেলতে নেমে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন তিনি। জাতীয় দলের জার্সিতে ৯৫টি ও চারটি ক্লাবের জার্সিতে ৬০৫টি গোল করেন রোনালদো। অবশ্য আরও একটি রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে গেছেন রোনালদো। জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচে ১০৯টি গোল করে সবার ওপরে আছেন ইরানের আলি দাইয়ি। তার চেয়ে মাত্র ১৪ গোল পেছনে আছেন রোনালদো। যে গতিতে ছুটছেন তিনি, জাতীয় দলের জার্সিতে গোলের রেকর্ডটা নিজের করে নিতে খুব বেশি দেরি হবে না হয়তো।

রোনালদোর আগে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন কেবল পাঁচজন। চেকোস্লোভাকিয়া ও অস্ট্রিয়ার জার্সিতে খেলা যোসেফ বাইকান (৮০৫), ব্রাজিলের রোমারিও (৭৭২) ও পেলে (৭৬৭), হাঙ্গেরির ফেরেনচ পুসকাস (৭৪৬) ও জার্মানির গার্ড মুলার (৭৩৫)। রোনালদোর পর বর্তমান ফুটবলারদের মধ্যে এ মাইলফলক স্পর্শ করতে পারেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তিনি সিনিয়র ক্যারিয়ারে বার্সেলোনার জার্সিতে ৬০৪ ও আর্জেন্টিনার জার্সিতে ৬৮টি গোল করেছেন (মোট ৬৭২ গোল)।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর