বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

টাইব্রেকারে হার মেয়েদের

ক্রীড়া প্রতিবেদক

অনূর্ধ্ব-১৫ সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। দ্বিতীয় আসরের শিরোপজয়ী ভারত। দুই আসরের ফাইনালিস্ট বাংলাদেশ ও ভারত এবার তৃতীয় আসরেও প্রতিপক্ষ। গতকাল তৃতীয় আসরের শিরোপা জিততে দুই দেশ মুখোমুখি হয়েছিল ভুটানের থিম্পুতে চাংলিমিথান স্টেডিয়ামে। ফাইনালে টাইব্রেকারে ৫-৩ গোলে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। নির্ধারিত সময়ে ম্যাচটি গোল শূন্য ছিল। আসরে গ্রুপ পর্বের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল দুদলের ম্যাচ। ২০১৭ সালে প্রথম আসরে বাংলাদেশ ১-০ গোলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। ২০১৮ সালে ভুটানে দ্বিতীয় আসরে ভারত প্রতিশোধ নিয়েছিল ১-০ গোলে। গ্রুপ পর্বে বাংলাদেশ ২-০ গোলে স্বাগতিক ভুটানকে এবং ২-১ গোলে হারিয়েছিল নেপালকে।

 ভারত ১০-১ গোলে ভুটান এবং ৪-১ গোলে নেপালকে হারিয়েছিল।  

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর