বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সুপার ওভারের নিয়ম পরিবর্তন

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে এবারই প্রথম সুপার ওভারে শিরোপা নির্ধারিত হয়। লর্ডসে রোমাঞ্চ ছড়ানো ফাইনালে সুপার ওভারের অদ্ভুত এক নিয়মের গ্যাড়াকলে প্রথমবারের চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। পুরো ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারেও টাই হয়। এরপর শিরোপা নির্ধারিত হয় ইনিংসে বেশি বাউন্ডারির সংখ্যার হিসাবে। এমন নিয়মের শিরোপা নির্ধারণের পর সমালোচনার ঢেউ উঠে বিশ্বব্যাপী। এর ফলে সুপার ওভারের নিয়মে পরিবর্তন এনেছে আইসিসি। নতুন নিয়মে আইসিসির টুর্নামেন্টগুলোর সেমিফাইনাল ও ফাইনালে সুপার ওভারে টাই হলেও বাউন্ডারির সংখ্যায় ম্যাচের ফল নির্ধারিত হবে না। আইসিসির সভায় নেওয়া নতুন নিয়মে জয় না পাওয়া পর্যন্ত একটির পর একটি সুপার ওভার হতেই থাকবে। সভায় ৫০ ওভার ও টি-২০ ক্রিকেটের নিয়মেও আরও একটি পরিবর্তন আনা হয়েছে।

 দুই সংস্করণের টুর্ণামেন্টের ম্যাচগুলোতে টাই হলে সুপার ওভার থাকবে। আগে শুধুমাত্র নক আউট ম্যাচগুলোতে সুপার ওভার ব্যবহার হতো। তবে গ্রুপ ম্যাচ কিংবা প্রাথমিক পর্বের ম্যাচগুলোতে টাই হলে সুপার ওভার ব্যবহার হবে না।

সর্বশেষ খবর