বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ফুটবলে বাংলাদেশের প্রথম জয়

ফুটবলে বাংলাদেশের প্রথম জয়

স্বাধীনতার পর বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলে থাইল্যান্ডের বিপক্ষে। ১৯৭৩ সালের ২৬ জুলাই সেই ম্যাচে ২-২ গোলে ড্র করেছিল বাংলাদেশ। তবে প্রথম জয় দেখতে অনেকটা সময় অপেক্ষা করতে হয় দেশের ফুটবলভক্তদের। ১৯৮০ এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ নতুন স্বপ্ন নিয়ে খেলতে নামে। কাতার ও আফগানিস্তানের গ্রুপে খেলে দলটা। ১৯৭৯ সালের জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত সেই বাছাইপর্বে চার ম্যাচের মধ্যে কেবল একটাতে হারে বাংলাদেশ। ড্র করে দুটিতে। আর ১৬ জানুয়ারি কাক্সিক্ষত জয় ধরা দেয়। আফগানিস্তানকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। ইন্টারনেটের তথ্য অনুযায়ী এটাই ছিল আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রথম জয়।

সর্বশেষ খবর