শিরোনাম
শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

নতুন মৌসুম নতুন চ্যালেঞ্জ কিংসের

চট্টগ্রামে শেখ কামাল আন্তর্জাতিক কাপ দিয়েই হবে বসুন্ধরা কিংসের নতুন যাত্রা। নতুন মৌসুমের জন্য নজরকাড়া জার্সি পরেই মাঠে নামবে চ্যাম্পিয়নরা

ক্রীড়া প্রতিবেদক

নতুন মৌসুম নতুন চ্যালেঞ্জ কিংসের

ক্রীড়াঙ্গনে সবচেয়ে আলোচিত নাম বসুন্ধরা কিংস। অভিষেক আসরেই পেশাদার ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়ে নতুন ইতিহাস গড়েছে। স্বাধীনতা কাপের ট্রফিও তাদের ঘরে। ফেডারেশন কাপে হয়েছে রানার্সআপ। ফুটবলে আরেকটি মৌসুম মাঠে গড়ানোর অপেক্ষায়। দলবদলও শুরু হয়ে গেছে। সাফল্য ধরে রাখতে সেরা সেরা ফুটবলারদের সঙ্গে চুক্তির কাজ সেরেও ফেলেছে কিংস। সেরা পারফরমার ড্যানিয়েল কলিন ড্রেসতো থাকছেই। উড়ে আসছে আরও মানসম্পন্ন বিদেশি। চট্টগ্রামে শেখ কামাল আন্তর্জাতিক কাপ দিয়েই হবে বসুন্ধরা কিংসের নতুন যাত্রা। নতুন মৌসুমের জন্য নজরকাড়া জার্সি পরেই মাঠে নামবে চ্যাম্পিয়নরা। জার্সি ডিজাইন তৈরিতেও ছিল প্রতিযোগিতা। গতকাল সেরা জার্সিগুলো বেছে নিয়ে নতুন মৌসুমের জার্সি উন্মোচন করা হলো।

সংক্ষিপ্ত অথচ ক্লাব প্রাঙ্গণে মনোমুগ্ধকর অনুষ্ঠানে উপস্থিত খেলোয়াড়রা দৃঢ় কণ্ঠেই জানালেন, কিংস চ্যাম্পিয়ন ছাড়া কিছুই বুঝে না। স্বার্থক সংগঠক ক্লাবের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘নতুন মৌসুমটা ব্যস্ততার মধ্যে কাটাতে হবে। শেখ কামাল ছাড়াও ঘরোয়া তিন আসর। এরপর আবার এএফসি কাপ। এই আসরে প্রথম বার অংশ নিলেও আমরা দেশের সুনাম বাড়াতে চাই। সত্যি বলতে কি মৌসুমটা হবে আমাদের চ্যালেঞ্জের।’ সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম বলেন, ‘চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আমরা।’

সর্বশেষ খবর