শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

অভিভূত কলিনড্রেস

ক্রীড়া প্রতিবেদক

গতবার ঘরোয়া ফুটবলে মানসম্পন্ন বিদেশিরা অংশ নেন। এতে করে লিগে প্রতিদ্বন্দ্বিতাও বেড়ে যায়। স্থানীয়রা সেরা একাদশে সুযোগ পেতে উজার করে খেলেন। এ ক্ষেত্রে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের কথা না বললে নয়। অভিষেক আসরেই তারা রাশিয়া বিশ্বকাপ তারকা কোস্টারিকার ড্যানিয়েল কলিনড্রেসকে উড়িয়ে আনেন।  তিনিই হন লিগের সেরা খেলোয়াড়। কলিনড্রেসের পাশাপাশি অন্য দলেও মানসম্পন্ন বিদেশি মাঠে নামায়। এতে করে স্থানীয়রা কৌশল, ডিবলিং অনেক টেকনিকই শিখে নেন। গতকাল বসুন্ধরা ক্লাব ভবনেই আলাপ হলো কলিনড্রেসের সঙ্গে। এবারও তিনি খেলবেন। এরমধ্যে কোস্টারিকান এ ফুটবলার বাংলায় কথা বলাও শিখে ফেলেছেন। বললেন, বসুন্ধরায় খেলে মুগ্ধ। বাংলাদেশ ফুটবলপাগল দেশ। ভালো লাগছে বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের পারফরম্যান্স দেখে। কাতার ও ভারতের রিপক্ষে জামালরা যে নৈপুণ্য দেখিয়েছেন তাতে আমি অভিভূত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর