abcdefg
sport-news || Bangladesh Pratidin

শিরোনাম
দুই চ্যাম্পিয়নের লড়াইয়ে শুরু দুই চ্যাম্পিয়নের লড়াইয়ে শুরু

চট্টগ্রাম শহরে ক্রিকেট এলে ভিন্ন মাত্রার উন্মাদনা চোখে পড়ে। স্থানে স্থানে আলোকসজ্জা হয়। পোস্টার ফেস্টুনে ভরে যায় শহরের অলি-গলি। চায়ের আড্ডায় চলে টিমগুলোর জয়-পরাজয় নিয়ে তুমুল বিতর্ক। ফুটবলের চিত্রটা পুরোপুরিই ভিন্ন। স্থানীয় লোকজনের কেউ কেউ জানে, একটা টুর্নামেন্ট হবে। তবে নামটা জানা নেই। কী ধরনের ফুটবল টুর্নামেন্ট তাও জানেন না অনেকে। অনেকে জানেই না। টুর্নামেন্টের একমাত্র ভেন্যু এম এ আজিজ স্টেডিয়ামের আশপাশে এলে অবশ্য ভিন্ন দৃশ্য চোখে পড়ে। অনেকটা দূরে থাকতেই কাঁচা রঙের ঘ্রাণ পাওয়া যায়। পুরো স্টেডিয়ামেই ঘষা-মাজা হয়েছে। নতুন রং চক চক করছে গ্যালারিতে। এম এ আজিজের এই প্রস্তুতির ছাপ শহরের বাকি অংশে নেই। উন্মাদনা থাকুক আর নাই থাকুক, আজ থেকে শুরু হচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের তৃতীয় আসর। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টের তৃতীয় আসর শুরু হচ্ছে আজ থেকে। আট দলের সব ম্যাচই অনুষ্ঠিত হবে…

সর্বশেষ খবর