রবিবার, ২০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক

পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনা

কাতালুনিয়ার স্বাধীনতাকামীদের আন্দোলনের মুখে বছরের প্রথম ‘এল ক্লাসিকো’ পিছিয়ে দিয়েছে লা-লিগা কর্তৃপক্ষ। ২৬ অক্টোবরের ম্যাচটি পিছিয়ে ১৮ ডিসেম্বর পুনর্নির্ধারিত হয়েছে। দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের ম্যাচটি পিছিয়ে গেলেও বার্সেলোনার ম্যাচে এর কোনো প্রভাব ফেলেনি। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, অ্যান্টোনিও গ্রিজম্যানদের বার্সেলোনা তুখোড় ফুটবল খেলে বিধ্বস্ত করেছে এইবারকে। অ্যাওয়ে ম্যাচে বার্সা চলতি লিগে নিজেদের ৬ নম্বর জয় তুলে নিয়েছে ৩-০ গোলে। বার্সার পক্ষে গোল তিনটি করেন গ্রিজম্যান, মেসি ও সুয়ারেজ। ৯ ম্যাচে ৬ জয়ে ১৯ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে কাতালানরা। এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। তিনে গ্রানাডার পয়েন্ট ১৭, চারে অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট ১৫। ১৪ নম্বরে থাকা এইবারের পয়েন্ট ৯।

সর্বশেষ খবর