রবিবার, ২০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ভানুয়ার হ্যাটট্রিক

ক্রীড়া ডেস্ক

ভানুয়ার হ্যাটট্রিক

২০২০ সালের টি-২০ বিশ্বকাপের বাছাইপর্ব চলছে দুবাইয়ে। বাছাইপর্বের প্রথম দিন স্কটল্যান্ডকে হারিয়ে চমক দেখায় সিঙ্গাপুর। গতকাল আসরের প্রথম হ্যাটট্রিক করেন পাপুয়া নিউগিনির (পিএনজি) মিডিয়াম পেসার নরম্যান ভানুয়া। টি-২০ ক্রিকেট ইতিহাসে এটা ১০ম হ্যাটট্রিক। তার হ্যাটট্রিকে বারমুদাকে ১০ উইকেটে হারিয়েছে পিএনজি। প্রথমে ব্যাট করে ১৭.২ ওভারে মাত্র ৮৯ রানে গুটিয়ে যায় বারমুদা। ইনিংসের তৃতীয় ওভারে ৪, ৫ ও ৬ নম্বর বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন ভানুয়া। ম্যাচ সেরা ভানুয়ার বোলিং স্পেল ২.২-১-১৪-৩। এর আগে হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার ব্রেট লি, নিউজিল্যান্ডের জ্যাকব ওরাম, টিম সাউদি, শ্রীলঙ্কার থিসারা পেরেরা, ল্যাসিথ মালিঙ্গা (২), পাকিস্তানের ফাহিম আশরাফ, মোহাম্মদ হাসনাইন, আফগানিস্তানের রশিদ খান ও ওমানের খাওয়ার আলি। জয়ের টার্গেটে পিএনজি পৌঁছায় কোনো উইকেট না হারিয়ে মাত্র ১০.২ ওভারে। ওপেনার ভালা ৫৩ রানের অপরাজিত ছিলেন মাত্র ৩৫ বলে ৭ চার ও ১ ছক্কায়।  

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর